Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 108:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 হে প্রভু পরমেশ্বর, জাতিবৃন্দের মাঝে আমি করব তোমার স্তুতি, জনতার মাঝে আমি গাইব তোমার যশোগান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 হে মাবুদ, আমি জাতিদের মধ্যে তোমার প্রশংসা করবো, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব; লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 হে প্রভু, বিভিন্ন জাতির মধ্যে আমরা আপনার প্রশংসা করবো। অন্যান্য লোকদের মাঝে আমরা আপনার প্রশংসা করবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আমি তোমাকে ধন্যবাদ দেবো, সদাপ্রভুু, লোকেদের মধ্যে; আমি তোমার প্রশংসা গান গাব জাতিদের মধ্যে।

অধ্যায় দেখুন কপি




গীত 108:3
7 ক্রস রেফারেন্স  

পৃথিবীর সকল প্রান্তের মানুষ স্মরণ করবে তাঁকে, ফিরে আসবে তারা প্রভুর কাছে। সকল জাতির সকল গোষ্ঠীই হবে তোমার সম্মুখে আভূমি আনত।


আমি গাইব তোমার নাম আমার বন্ধুজনের কাছে, লোক সমাজে –করব তোমার স্তবগান।


সর্বজাতি প্রশস্তি কর প্রভু পরমেশ্বরের, সর্বমানবকুল, কীর্তন কর তাঁর মহিমা।


ওগো সিয়োন কন্যা, আনন্দ কর, জয়ধ্বনি কর হে ইসরায়েল, হে জেরুশালেমনিবাসী উল্লসিত হও, আনন্দ কর প্রাণ খুলে।


কাল সমাগত! তোমরা যারা ছড়িয়ে আছ প্রবাসে, সবাইকে আমি দেশে ফিরিয়ে আনব, বিখ্যাত করব তোমাদের সারা পৃথিবীতে। আবার আমি তোমাদের ভরিয়ে তুলব সুখ-সমৃদ্ধিতে। এ সবই ঘটবে তোমাদের চোখের সামনে।


জাতিবৃন্দের কাছে ঘোষণা কর: প্রভু পরমেশ্বরই রাজরাজেশ্বর! অটল ভিত্তির উপর তিনি প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবীকে, জাতিবৃন্দের বিচার করবেন তিনি নিরপেক্ষভাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন