Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 107:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তিনি তৃষিতকে তৃপ্ত করেন, ক্ষুধিতকে সুখাদ্যে করেন পরিতুষ্ট।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্খী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 কেননা তিনি তৃষ্ণার্তকে তৃপ্ত করেন এবং ক্ষুধার্তকে উত্তম দ্রব্য দিয়ে পূর্ণ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্ক্ষী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 ঈশ্বর তৃষিত আত্মার তৃষ্ণা নিবৃত্ত করেন; ঈশ্বর সুন্দর জিনিস দিয়ে ক্ষুধিত আত্মার সন্তুষ্টি করেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কারণ তিনি তৃষ্ণার্তদের তৃষ্ণা মেটান এবং যারা ক্ষুধার্ত তাদের ভালো জিনিস দিয়ে পূর্ণ করেন।

অধ্যায় দেখুন কপি




গীত 107:9
11 ক্রস রেফারেন্স  

ন্যায় প্রতিষ্ঠার জন্য ক্ষুধিত ও তৃষিত হৃদয় যাদের, পরিতৃপ্ত হবে তাদের বাসনা।


আমি অবসন্ন মানুষের অবসাদ দূর করব, ক্ষুধায় ক্লিষ্ট মানুষকে তৃপ্ত করব আহার্য দানে।


জোয়ান সিংহেরও অভাব হয় ক্ষুধায় কষ্ট পায় তারা কিন্তু প্রভুর অন্বেষী যারা, কোন অভাব হয় না তাদের।


তিনি ক্ষুধিতজনকে তৃপ্ত করেছেন উত্তম দ্রব্যে, বিত্তবানকে বিদায় দিয়েছেন রিক্ত হস্তে।


তিনি নিপীড়িতদের পক্ষে করেন ন্যায়বিচার, আহার তুলে দেন বুভুক্ষুদের মুখে, বন্দীদের দেন মুক্তি।


সর্বহারা দলিত মানুষ তৃপ্ত হবে সুখাদ্যে, প্রভু পরমেশ্বরের অন্বেষণ করে যারা তারা করবে তাঁর স্তবগান, আনন্দে ভরে যাবে হৃদয় তাদের।


প্রাচুর্য আর উৎকৃষ্ট খাদ্য সম্ভারে, আমি ভরিয়ে দেব পুরোহিতদের, পূর্ণ করব প্রজাবৃন্দের সকল প্রয়োজন। আমি, প্রভু পরমেশ্বর, এ কথা বললাম।


আমি তার খাদ্য ভাণ্ডারকে প্রচুর আশীর্বাদে করব মণ্ডিত তার দরিদ্র অধিবাসীদের অন্নদানে করব তৃপ্ত।


বৎসগণ, শোন আমার কথা, তোমাদের শেখাব আমি ঈশ্বরভক্তি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন