Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 107:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 সেই দুর্দশার মাঝে তারা প্রভু পরমেশ্বরের কাছে জানাল আর্তনিবেদন, আরর তিনি সঙ্কট থেকে তাদের করলেন উদ্ধার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করলো, আর তিনি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তখন তাদের কষ্টে তারা সদাপ্রভুর কাছে কেঁদে উঠল, এবং তিনি তাদের দুর্দশা থেকে উদ্ধার করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 সঙ্কটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে উদ্ধার করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তখন ওরা সাহায্যের জন্য প্রভুকে ডাকলো তাই তিনি ওদের বিপদ থেকে উদ্ধার করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তারপর তারা সংকটে সদাপ্রভুুর কাছে কাঁদল এবং তিনি তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করলেন।

অধ্যায় দেখুন কপি




গীত 107:6
14 ক্রস রেফারেন্স  

তখন সঙ্কটের দিনে আমায় ডাকলে আমি উদ্ধার করব তোমাদের, তোমরা করবে আমার মহিমাকীর্তন।


সে আমাকে ডাকলে আমি সাড়া দেব, সঙ্কটে আমি থাকব সাথে, আমি তাকে উদ্ধার করব, করব গৌরবান্বিত।


সেই দুর্দশার মাঝে তারা প্রভু পরমেশ্বরের কাছে জানায় কাতর নিবেদন তিনি তাদের সঙ্কট থেকে করেন উদ্ধার।


সেই দুর্দশার মধ্যে তারা প্রভু পরমেশ্বরের কাছে জানাল কাতর নিবেদন, তিনি তাদের সঙ্কট থেকে করলেন উদ্ধার।


সেই দুর্দশার মাঝে ওরা প্রভু পরমেশ্বরের কাছে জানাল কাতর নিবেদন, তিনি তাদের সঙ্কট থেকে করলেন উদ্ধার।


এ্যাণ্টিয়কে, ইকনিয়ামে ও লুস্ত্রায় আমার উপর যে নির্যাতন হয়েছিল, তা তুমি দেখেছ। কিন্তু প্রভু আমাকে এসব থেকে বাঁচিয়েছেন।


তারা যখন নিজেদের অপরাধ স্বীকার করে নিয়ে আমার শ্রীমুখের অন্বেষণ করবে,যখন সঙ্কটের মাঝে একান্তভাবে আমার অনুসন্ধান করবে, তখনই আমায় ফিরে পাবে তারা।


সেই সঙ্কটে আমি ডাকলাম প্রভু পরমেশ্বরকে, আমি ডাকলাম আমার ঈশ্বরকে। তাঁর মন্দির থেকে তিনি শুনলেন আমার ডাক, আমার কান্না পৌঁছাল তাঁর কানে।


তবুও তিনি তাদের কাতরোক্তি শুনে তাদের দুর্দশার প্রতি দৃষ্টিপাত করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন