গীত 106:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)18 অগ্নি প্রজ্বলিত হল তাদের সমাবেশে, দুষ্টেরা দগ্ধ হল সেই অনল শিখায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তাদের সঙ্গীদের মধ্যে আগুন জ্বলে উঠলো; অনল-শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেললো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তাদের অনুসরণকারীদের মাঝে আগুন জ্বলে উঠল; আগুনের শিখা দুষ্টদের দগ্ধ করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তাহাদের মণ্ডলীর মধ্যে অগ্নি জ্বলিয়া উঠিল; অনল-শিখা দুষ্ট লোকদিগকে পোড়াইয়া ফেলিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তারপর এক আগুনের হল্কা সেই জনতাকে পুড়িয়ে দিলো। তারপর আগুন সেই সব দুষ্ট লোকদের পুড়িয়ে দিলো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 তাদের মধ্যে আগুন জ্বলে উঠল; আগুনের শিখা দুষ্টদের পুড়িয়ে দিলো। অধ্যায় দেখুন |