Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 105:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 শক্তি ও সামর্থ্যের জন্য প্রভু পরমেশ্বরের কাছে সাহায্য প্রার্থনা কর, নিয়ত আরাধনা কর তাঁর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 মাবুদের ও তাঁর শক্তির অনুসন্ধান কর, নিয়ত তাঁর উপস্থিতির খোঁজ কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো; সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান কর, নিয়ত তাঁহার শ্রীমুখের অন্বেষণ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 শক্তির জন্য তোমরা প্রভুর কাছে যাও। সর্বদাই তাঁর কাছে সাহায্যের জন্য যাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 সদাপ্রভুুর ও তাঁর শক্তির খোঁজ কর, তাঁর নিয়মিত উপস্থিতির খোঁজ কর।

অধ্যায় দেখুন কপি




গীত 105:4
6 ক্রস রেফারেন্স  

তুমি বলেছ: তোমরা আমার কাছে এস, আরাধনা কর আমার। হ্যাঁ প্রভু, আমি তোমারই কাছে আসব, আরাধনা করব তোমার।


এখন উত্থান কর হে প্রভু পরমেশ্বর, তোমার ক্ষমতা ও প্রতাপের প্রতীক চুক্তি সিন্দুকের সঙ্গে তুমি প্রবেশ কর তোমার মন্দিরে–বিরাজিত হও চিরদিন–চিরকাল। তোমার পুরোহিতবর্গের সমস্ত কাজে আশীর্বাদ কর এবং তাদের প্রতি তোমার মহত্ত্বের গুণে তোমার প্রজাবৃন্দ লাভ করুক সুখ ও আনন্দময় জীবন।


এস, হে প্রভু পরমেশ্বর, তোমার পরাক্রমের প্রতীক চুক্তিসিন্দুকসহ প্রবেশ কর তোমার পুণ্য মন্দিরে।


শত্রুর কবলে তিনি সমর্পণ করলেন আপন গৌরবের প্রতীক ও পরাক্রমের আধার স্বরূপ চুক্তিসিন্দুক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন