Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 104:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তুমি পৃথিবীকে স্থাপন করেছ সুদৃঢ় ভিত্তির উপর, কোন কালে তা হবে না বিচ্যূত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তিনি দুনিয়াকে তার ভিত্তিমূলের উপরে স্থাপন করেছেন; তা অনন্তকালেও বিচলিত হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তিনি এই জগতকে ভিত্তিমূলের উপর স্থাপন করেন; তা কোনোদিন বিচলিত হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তিনি পৃথিবীকে তাহার ভিত্তিমূলের উপরে স্থাপন করিয়াছেন; তাহা অনন্তকালেও বিচলিত হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 ঈশ্বর, পৃথিবীকে আপনি তার শক্ত ভিতের ওপর নির্মাণ করেছেন, তাই পৃথিবী কখনও পড়ে যাবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তিনি পৃথিবীকে তাঁর ভিত্তিমূলের ওপরে স্থাপন করেছেন; এটা কখনো নড়ানো যাবে না।

অধ্যায় দেখুন কপি




গীত 104:5
14 ক্রস রেফারেন্স  

তিনি শূন্যের মাঝে উত্তর কোণ বিস্তৃত করেছেন, পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন শূন্যে।


তিনিই জলধির উপর স্থাপন করেছেন এই পৃথিবী, প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবী, প্রতিষ্ঠিত করেছেন তার ভিত্তিমূল জলধির অতল গভীরে।


তাঁর বাক্য উচ্চারণে সৃষ্ট হল এ বিশ্বভুবন, তাঁরই নির্দেশে হল তার স্থিতি।


জাতিবৃন্দের কাছে ঘোষণা কর: প্রভু পরমেশ্বরই রাজরাজেশ্বর! অটল ভিত্তির উপর তিনি প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবীকে, জাতিবৃন্দের বিচার করবেন তিনি নিরপেক্ষভাবে।


এর পরে আমি বিরাট এক শ্বেত সিংহাসনে সমাসীন একজন পুরুষকে দেখলাম। তাঁর সম্মুখ থেকেপৃথিবী ও আকাশমণ্ডল অন্তর্হিত হল। তাদের জন্য কোন স্থান হইল না।


মনে রেখো, প্রভুর দিন চোরের মত আসবে। সেদিন আকাশমণ্ডল প্রচণ্ড শব্দে লুপ্ত হবে। মৌলিক পদার্থগুলি আগুনের তাপে বিলীন হবে এবং পৃথিবী সমেত সবকিছুই হবে ধ্বংস।


যিনি জলধির উপর বিস্তৃত করেছেন ভূমণ্ডল –চিরায়ত তাঁর অবিচল প্রেম।


প্রভু পরমেশ্বরই রাজাধিরাজ, মহিমায় বিভূষিত তিনি, সুশোভিত তিনি গৌরব ও পরাক্রমে, এ জগতও প্রতিষ্ঠিত সুদৃঢ় ভিত্তিতে,


গোটানো পাণ্ডুলিপির মত আকাশমণ্ডল হল অপসৃত। প্রত্যেকটি পর্বত ও দ্বীপ হল স্থানচ্যুত।


প্রজন্মের পর প্রজন্ম আসে, আবার চলেও যায়, কিন্তু জগত-সংসার যেমন ছিল তেমনই রয়ে যায়।


ধূলিশয্যা থেকে দীনকে আবর্জনাস্তূপ থেকে দরিদ্রকে তিনিই তুলে আনেন, অভিজাতকুলে আসন দেন তাদের, মর্যাদার আসনে অধিকার পায় তারা। পৃথিবীর স্তম্ভরাজির অধিকর্তা প্রভু তাদেরই উপরেই জগত স্থাপন করেছেন তিনি।


তোমার বিশ্বস্ততা যুগে যুগে স্থায়ী, এই পৃথিবী তুমিই স্থাপন করেছ তাই সুদৃঢ় এ ধরণীর ভিত্তি।


নির্ধারণ করলেন সমুদ্রের সীমা, যেন তার জলরাশি অমান্য না করে তাঁর নির্দেশ, যখন তিনি স্থাপন করলেন পৃথিবীর ভিত্তিমূল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন