গীত 104:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)20 তুমি আঁধারের যবনিকা ফেলে দিলে রাত্রি নেমে আসে, তখন শুরু হয় বন্য পশুদের চলাফেরা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তুমি অন্ধকার করলে রাত হয়, তখন সমস্ত বন্যপশু ঘুরে বেড়ায়, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 তুমি অন্ধকার নিয়ে আস, আর রাত্রি হয়, আর জঙ্গলের বন্যজন্তুরা গর্জন করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তুমি অন্ধকার করিলে রাত্রি হয়, তখন বনপশু সকল বিহার করে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 রাত্রি হবার জন্য আপনি অন্ধকার সৃষ্টি করেছেন, সেই সময় হিংস্র পশুরা বেরিয়ে আসে এবং ঘুরে বেড়ায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 তুমি অন্ধকার কর রাত্রি জন্য, তখন বনের সবপশুরা বেরিয়ে আসে। অধ্যায় দেখুন |