Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 104:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 দীপ্ত বসন তোমার। তুমি আকাশমণ্ডলকে করেছ বিস্তৃত চন্দ্রাতপের মত,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তুমি কাপড়ের মত আলো পরিধান করেছ, আসমানকে চন্দ্রাতপের মত বিস্তার করেছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তিনি আলোর পোশাকে সজ্জিত; তিনি আকাশমণ্ডল তাঁবুর মতো প্রসারিত করেন

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তুমি বস্ত্রের ন্যায় দীপ্তি পরিধান করিয়াছ, আকাশমণ্ডলকে চন্দ্রাতপের ন্যায় বিস্তার করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 যেমন করে মানুষ জামাকাপড় পরে, তেমন করে আপনি আলোক পরিধান করেন। আপনিই আকাশকে পর্দার মত বিস্তৃত করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তুমি তোমাকে আলোয় ঢেকে রেখেছো যেন একটা পোশাক পরে আছো; তুমি আকাশমণ্ডলকে আলো দিয়ে বিস্তার করেছো একটা তাঁবুর পর্দার মতো করে।

অধ্যায় দেখুন কপি




গীত 104:2
11 ক্রস রেফারেন্স  

বোঝ নি কি তোমরা পৃথিবী উপরে, আকাশের সীমার ওপারে স্থাপিত সিংহাসনে উপবিষ্ট এই পৃথিবীর স্রষ্টা। মানুষ তাঁর কাছে পিপীলিকার মত নিতান্ত ক্ষুদ্র। প্রসারিত করেছেন আকাশকে তিনি চন্দ্রাতপের মত, বসবাসের জন্য করেছেন স্থাপন শিবিরের মত।


আমি তখনও দেখছি। কয়েকটি সিংহাসন এনে রাখা হল। তার একটিতে এসে বসলেন একজন যিনি অনাদি অনন্তকাল ধরে আছেন। পরণে তাঁর তুষারশুভ্র বসন। মাথার চুল পশমের মত সাদা। তাঁর সিংহাসনটি আগুনের শিখার মত জ্বলছে। সিংহাসনটি রাখা আছে জ্বলন্ত আগুনের চাকার উপর।


আমিই গড়েছি এই বিশ্বসংসার, সৃষ্টি করেছি মানুষ পৃথিবীর বুকে, আমারই ক্ষমতাবলে বিস্তার করেছি আমি আকাশমণ্ডল, সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি আমারই নিয়ন্ত্রণে।


আমরা তাঁর কাছ থেকে যে বার্তা শুনেছি তা-ই তোমাদের কাছে ঘোষণা করছি: ঈশ্বর জ্যোতিস্বরূপ, তাঁর মাঝে নেই অন্ধকারের লেশ।


একমাত্র তিনিই অমরত্বের অধিকারী, অগম্য জ্যোতির মাঝে বিরাজমান, মানুষের দৃষ্টি তাঁকে প্রত্যক্ষ করেনি কখনও, তিনি সকলের কাছে অদৃশ্য। অশেষ তাঁর মহিমা, অনন্তকাল স্থায়ী তাঁর পরাক্রম। আমেন।


তাঁদের সামনেই তাঁর রূপান্তর ঘটল। সূর্যের এত দীপ্তিমান হয়ে উঠল তাঁর মুখমণ্ডল, তাঁর বসন হল আলোকশুভ্র।


ইসরায়েল সম্পর্কে প্রভু পরমেশ্বরের ভবিষ্যদ্বাণী। প্রভু পরমেশ্বর যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং মানুষের অন্তরে আত্মা সৃষ্টি করেছেন, তিনিই বলেনঃ


তিনি একাই আকাশমণ্ডল বিস্তৃত করেছেন, সমুদ্রদানবের পৃষ্ঠদেশ করেছেন পদদলিত।


দেখুন, তিনি তাঁর চারপাশে বিদ্যুৎচ্ছটা বিস্তার করেন, কিন্তু সমুদ্রের তলদেশ রাখেন অন্ধকারাবৃত।


তীব্র বিদ্যুতের আলোক বিচ্ছুরণে তাঁর আগমন, তাঁর করতল থেকে বিচ্ছুরিত হয় আলোকচ্ছটা, সেখানেই নিহিত তাঁর মহাশক্তি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন