Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 104:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 উচ্চ পর্বতে বন্যছাগের আবাস, শৈলসমূহ শশক শ্রেণীর জীবের আশ্রয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 উঁচু পর্বত সব বন্য ছাগলের আবাস, সমস্ত শৈল শাফন পশুর আশ্রয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 উঁচু পর্বতগুলি বুনো ছাগলের; দুর্গম পাহাড় খরগোশের আশ্রয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 উচ্চ পর্ব্বত সকল বনচ্ছাগের আবাস, শৈল সকল শাফন পশুর আশ্রয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 উঁচু পর্বতে বুনো ছাগলরা থাকে। বিশাল বিশাল পাথরের মধ্যে পাহাড়ী ভোঁদড় লুকিয়ে থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 বন্য ছাগলেরা উঁচু পর্বতে বাস করে; উঁচু পর্বত শাফন পশুর আশ্রয়।

অধ্যায় দেখুন কপি




গীত 104:18
5 ক্রস রেফারেন্স  

শিয়াল সবল নয়, কিন্তু তারা গর্ত খুঁড়ে বাসা তৈরী করে।


তুমি কি জান পাহাড়ী ছাগেরা কখন জন্মায়? তুমি কি দেখেছ হরিণীরা কিভাবে প্রসব করে?


শৌল তখন সারা ইসরায়েলের মধ্যে থেকে তিনি হাজার লোক বেছে নিয়ে দাউদ ও তাঁর অনুচরদের সন্ধানে বুনো ছাগলের পাহাড়ের সম্মুখে গেলেন।


শাফন তোমাদের পক্ষে অশুচি, তা জাবর কাটে বটে, কিন্তু তার খুর দ্বিখণ্ডিত নয়।


কিন্তু যেগুলি জাবর কাটে, কিম্বা যেগুলির খুর দ্বিখণ্ডিত সেগুলির মধ্যে উট, খরগোস ও খটাশ তোমাদের ভক্ষ্য হবে না কারণ এরা জাবর কাটে বটে, কিন্তু এদের খুর দ্বিখণ্ডিত নয়। সেইজন্য এগুলি তোমরা অশুচি বলে গণ্য করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন