গীত 104:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)11 প্রান্তরের পশুদের জলদান করে তারা, বন্যগর্দভদের তৃষ্ণা হয় নিবারিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 সেগুলো মাঠের সমস্ত পশুকে পানি দেয়; বনগর্দভেরা তৃষ্ণা নিবারণ করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তারা মাঠের সব বন্যপশুকে জল দেয়; বুনো গাধারা নিজেদের তৃষ্ণা মেটায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 সে সকল মাঠের সমস্ত পশুকে জল দেয়; বনগর্দ্দভেরা তৃষ্ণা নিবারণ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 সেই জলধারা সব বন্য প্রাণীদের পানীয় জল দেয়। এমন কি বুনো গাধারাও এখানে জল পান করতে আসে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তারা মাঠের সব পশুদের জল দেয়; বনের গাধারা তৃষ্ণা মেটায়। অধ্যায় দেখুন |