গীত 104:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)10 উপত্যকা সমূহে তুমি করেছ উন্মুক্ত নির্ঝরের উৎসমুখ, পর্বতরাজির মাঝখান দিয়ে সেই নির্ঝর হয় প্রবাহিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তিনি উপত্যকায় ফোয়ারার প্রবাহ প্রেরণ করে থাকেন; সেগুলো পর্বতমালার মধ্যে প্রবাহিত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তুমি গিরিখাতে ঝরনাকে জল ঢালতে দিয়েছ; পর্বতগুলির মধ্য দিয়ে তা প্রবাহিত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তিনি তলভূমিতে প্রবাহ প্রেরণ করিয়া থাকেন; সে সকল পর্ব্বতগণের মধ্যে ভ্রমণ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 ঈশ্বর, আপনিই প্রস্রবণের জলকে নদীর ধারায় প্রবাহিত করিয়েছেন। পার্বত্য ধারা বেয়ে তা নীচে নেমে আসে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তিনি উপত্যকায় ঝরনা তৈরী করেছিলেন; যেন সেই জলপ্রবাহ পর্বতদের মধ্যে প্রবাহিত হয়। অধ্যায় দেখুন |