Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 104:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, ধন্যবাদ কর তাঁর, হে প্রভু পরমেশ্বর, আমার ঈশ্বর, তুমি সুমহান্‌ গৌরব ও প্রতাপে তুমি সুশোভিত,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হে আমার প্রাণ, মাবুদের শুকরিয়া আদায় কর। হে মাবুদ, আমার আল্লাহ্‌, তুমি অতি মহান; তুমি গৌরব ও মহিমা পরিহিত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো। হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি কত মহান; তুমি প্রভা আর পরাক্রমে ভূষিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি অতি মহান; তুমি প্রভা ও প্রতাপ পরিহিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে আমার আত্মা প্রভুর প্রশংসা কর! হে প্রভু আমার ঈশ্বর, আপনি মহান! মহিমা এবং সম্মান সহ সজ্জিত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 মহিমান্বিত কর সদাপ্রভুুর, আমার আত্মা। সদাপ্রভুু আমার ঈশ্বর, তুমি খুব মহৎ; তুমি জাঁকজমক এবং মহত্বের পোশাক পড়ে।

অধ্যায় দেখুন কপি




গীত 104:1
16 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বরের সৃষ্ট সর্বজীব, তাঁর রাজ্যের সর্বত্র প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর, হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর।


প্রভু পরমেশ্বর মহান, সকল গৌরব ও মহিমা তাঁরই, বোধের অতীত তাঁর মহত্ত্ব।


প্রতাপ ও গৌরব তাঁর অগ্রবর্তী, তাঁর পবিত্রস্থানে বিরাজ করে শক্তি ও সৌন্দর্য।


তিনি পরিধান করলেন ন্যায়বিচারের বর্ম, মাথায় পরলেন পরিত্রাণের শিরস্ত্রাণ। দুষ্ট দমনে তিনি হয়ে উঠলেন খড়গহস্ত, অন্যায়ের প্রতিকারে দৃঢ় প্রতিজ্ঞ।


প্রভু পরমেশ্বরই রাজাধিরাজ, মহিমায় বিভূষিত তিনি, সুশোভিত তিনি গৌরব ও পরাক্রমে, এ জগতও প্রতিষ্ঠিত সুদৃঢ় ভিত্তিতে,


অনুতপ্ত হৃদয়ে প্রভু পরমেশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করলাম: পরম পবিত্র মহান প্রভু পরমেশ্বর, সর্বোচ্চ সম্মান তোমারই প্রাপ্য। তোমার একনিষ্ঠ ভক্তদের প্রতি, তোমার অনুশাসন যারা শিরোধার্য করে আছে, তাদের প্রতি তোমার প্রেম অবিচল, তোমার সন্ধি চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় তুমি চিরবিশ্বস্ত।


অধর্মাচারীরা নিশ্চিহ্ন হোক পৃথিবীর বুক থেকে, মুছে যাক দুর্জনদের অস্তিত্ব। হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, মহিমাকীর্তন কর তাঁর।


এমন কোনও স্থান নেই, যেখানে লুকালে আমার দৃষ্টি এড়ান যাবে। তোমরা কি জান না, স্বর্গ ও পৃথিবীর সর্বস্থানে আমি বিরাজ করি?


হে প্রভু পরমেশ্বর, আমার আরাধ্য ঈশ্বর আমি তোমারই শরণাগত। যারা নিয়ত উত্যক্ত করছে আমাকে, তাদের হাত থেকে বাঁচাও আমায়


হে প্রভু, আমার আরাধ্য ঈশ্বর, পবিত্রতম, নিত্য শাশ্বত তুমি। হে প্রভু পরমেশ্বর, আমাদের রক্ষক, আমাদের দণ্ডদানের জন্যই তুমি এদের মনোনীত করেছ, দিয়েছ প্রচুর ক্ষমতা।


আমি তখনও দেখছি। কয়েকটি সিংহাসন এনে রাখা হল। তার একটিতে এসে বসলেন একজন যিনি অনাদি অনন্তকাল ধরে আছেন। পরণে তাঁর তুষারশুভ্র বসন। মাথার চুল পশমের মত সাদা। তাঁর সিংহাসনটি আগুনের শিখার মত জ্বলছে। সিংহাসনটি রাখা আছে জ্বলন্ত আগুনের চাকার উপর।


প্রভু পরমেশ্বর মহান ঈশ্বর, সকল দেবতার উপরে তিনিই মহান রাজা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন