Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 103:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 প্রভু পরমেশ্বর ন্যায়পরায়ণ, উৎপীড়িতদের পক্ষে তিনি সম্পন্ন করেন ন্যায়বিচার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 মাবুদ ধর্মকার্য সাধন করেন, নির্যাতিত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 সদাপ্রভু ধার্মিকতার কাজ করেন আর পীড়িতদের পক্ষে ন্যায়বিচার করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 সদাপ্রভু ধর্ম্মকার্য্য সাধন করেন, উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 প্রভুই সৎ‌। প্রভু অবদমিত লোকদের কাছে ন্যায় বিচার ও নিরপেক্ষতা আনেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 সদাপ্রভুু তাই করেন যা নিরপেক্ষ এবং বিচারের কাজ করেন যারা নিপীড়িত সবার জন্য।

অধ্যায় দেখুন কপি




গীত 103:6
23 ক্রস রেফারেন্স  

কিন্তু প্রভু পরমেশ্বর বলেনঃ দেখি আমি দুঃখী জনের সর্বনাশ, শুনি দীনজনের কাতর ক্রন্দন তাই আমি তৎপর এখন। মুক্তির জন্য ব্যাকুল যারা তাদেরই আমি করব উদ্ধার।


দলিত জনের আশ্রয়দুর্গ প্রভু পরমেশ্বর, সঙ্কটে তিনি তার নিরাপদ আশ্রয়।


কারণ তিনি শরণাগত অসহায়কে, দীন দুঃখী ও বঞ্চিতকে করেন উদ্ধার।


তিনি নিপীড়িতদের পক্ষে করেন ন্যায়বিচার, আহার তুলে দেন বুভুক্ষুদের মুখে, বন্দীদের দেন মুক্তি।


দরিদ্রের উপর যে অত্যাচার করে, সে অবমাননা করে তার স্রষ্টাকে দরিদ্রকে যে দয়া করে সে ঈশ্বরকে জানায় শ্রদ্ধা ও সম্মান।


কিন্তু তোমরা সেই দরিদ্রের অবমাননা করেছ। ধনীরাই কি তোমাদের উৎপীড়ন করে না? তারাই কি তোমাদের আদালতে টেনে নিয়ে যায় না?


তিনি দীনহীনের পক্ষে দাঁড়ান, মৃত্যুদণ্ডের হাত থেকে তিনিই তাকে করেন উদ্ধার।


নগরীর একজনও তার পিতামাতাকে শ্রদ্ধা করে না। তোমরা বিদেশীদের প্রতারণা কর, বিধবা ও অনাথ পিতৃ-মাতৃহীনের উপর জুলুম করার সুযোগ নাও।


দীনদুঃখী প্রজাদের পক্ষে তিনি করুন ন্যায় বিচার, দরিদ্রদের করুন উদ্ধার অত্যাচারীদের চূর্ণ করুন।


জমির পুরাণো সীমানা সরিও না পিতৃহীনের জমি অন্যায়ভাবে অধিকার করো না।


আমার সমগ্র সত্তা তখন বলবে: “হে প্রভু পরমেশ্বর তোমার তুল্য কে আছে আর? তুমিই প্রবলের হাত থেকে দুর্বলকে রক্ষা কর, দীন দুঃখীকে উদ্ধার কর অত্যাচারীর কবল থেকে।


ভৃত্যটি তাঁকে বলল, ‘কর্তা, আপনার আদেশ মত কাজ হয়েছে, কিন্তু এখনও জায়গা খালি আছে।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন