Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 103:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 হে প্রভু পরমেশ্বরের সৃষ্ট সর্বজীব, তাঁর রাজ্যের সর্বত্র প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর, হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 মাবুদের সমস্ত নির্মিত বস্তু! তাঁর শুকরিয়া আদায় কর, তাঁর অধিকারের সমস্ত স্থানে। হে আমার প্রাণ, মাবুদের শুকরিয়া আদায় কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর সমস্ত সৃষ্টি, তাঁর আধিপত্যের সমস্ত স্থানে। হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 সদাপ্রভুর সমস্ত নির্ম্মিত বস্তু! তাঁহার ধন্যবাদ কর, তাঁহার অধিকারের সমস্ত স্থানে। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 প্রভুর প্রশংসা কর। তাঁর রাজ্যের প্রতিটি জায়গায় তাঁর সব কাজগুলিকে প্রশংসা কর। হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 আশীর্বাদ কর তাঁর সব সৃষ্টির ওপর তাঁর রাজ্যের সব জায়গায়; আমার প্রাণকে আশীর্বাদ কর সদাপ্রভুু।

অধ্যায় দেখুন কপি




গীত 103:22
14 ক্রস রেফারেন্স  

হে প্রভু, তোমার সমগ্র সৃষ্টি প্রশংসা করে তোমার, ভক্তবৃন্দ করে তোমার স্তব গান।


হে আকাশমণ্ডল মুখরিত হও সঙ্গীতে! আনন্দ ধ্বনি কর হে ধরিত্রী! পর্বতমালা উচ্ছ্বসিত হোক গানে গানে! প্রভু পরমেশ্বর দূর করবেন তাঁর প্রজাবৃন্দের দুঃখ দুর্দশা, দান করবেন তাদের সান্ত্বনা, দুঃখভারে জর্জরিত প্রজাদের উপর বর্ষণ করবেন করুণাধারা।


সমস্ত প্রাণী প্রভুর প্রশস্তি করুক, প্রভু পরমেশ্বরের প্রশংসা কর সর্বজন।


হে আকাশমণ্ডল, জাগাও আনন্দধ্বনি! জয়ধ্বনি কর হে পৃথিবীর গভীর গহন গোপন কন্দর! আনন্দধ্বনি কর গিরি-পর্বত, আনন্দধ্বনি কর বন-উপবন, অরণ্যানীর প্রতিটি বৃক্ষ। প্রভু পরমেশ্বর প্রকাশ করেছেন তাঁর মহত্ব, মুক্ত করেছেন তাঁর প্রজাবৃন্দকে।


আমার মনোনীত প্রজাবৃন্দের তৃষ্ণা মিটাতে আমি যখন প্রবাহিত করব নদী-নির্ঝর সেই ঊষর মরুর বুকে, তখন বন্য জন্তুর সম্মান দেবে আমায়, উটপাখী আর শৃগালেরা হবে মুখর আমার স্তবগানে!


প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা, হে আমার প্রাণ, কর তাঁর স্তবগান


অধর্মাচারীরা নিশ্চিহ্ন হোক পৃথিবীর বুক থেকে, মুছে যাক দুর্জনদের অস্তিত্ব। হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, মহিমাকীর্তন কর তাঁর।


হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, ধন্যবাদ কর তাঁর, হে প্রভু পরমেশ্বর, আমার ঈশ্বর, তুমি সুমহান্‌ গৌরব ও প্রতাপে তুমি সুশোভিত,


হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, হে আমার সকল সত্তা, প্রশংসা কর তাঁর পুণ্যনামের।


প্রভু পরমেশ্বরের প্রশংসায় আমি হব মুখর সকল প্রাণী তাঁর পবিত্র নামের করুক গুণগান যুগে যুগে চিরকাল।


প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা! সমগ্র সৃষ্টি স্রষ্টার কর প্রশস্তি, ঊর্ধ্বলোক থেকে কর তাঁর প্রশংসাকীর্তন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন