Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 102:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 আমি যেন আজ মরুপ্রান্তরের শকুনের মত, পরিত্যক্ত নির্জন স্থানের পেচকের মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আমি মরুভূমিস্থ মরু-পেঁচার মত হয়েছি, উৎসন্ন স্থানের ক্ষুদ্র পেঁচার সমান হয়েছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 আমি মরুভূমির প্যাঁচার মতো, ধ্বংসের মাঝে প্যাঁচার মতো হয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আমি প্রান্তরস্থ পানিভেলার তুল্য হইয়াছি, উৎসন্ন স্থানের পেচকের সমান হইয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আমি একটি ধ্বংসস্তূপের মধ্যে বাস করা পেঁচার মত নিঃসঙ্গ। ধ্বংসাবশিষ্ট অট্টালিকায় আমি একা পেঁচার মত বাস করছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আমি প্রান্তরের জলচর পাখির মতো ধ্বংসের মধ্যে আমি পেঁচার মতো হয়েছি।

অধ্যায় দেখুন কপি




গীত 102:6
8 ক্রস রেফারেন্স  

সেইস্থানে হবে পশুপাল ও বন্য জীব-জন্তুর আস্তানা। পরিত্যক্ত অট্টালিকা হবে শকুন ও সজারুর বাসস্থান। বিধ্বস্ত প্রাসাদের জানালায় পেঁচার ডাকশোনা যাবে, তার চৌকাঠের উপর চীৎকার করবে দাঁড়কাক, কারণ জীর্ণ প্রাসাদের কাঠগুলো নগ্নরূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে।


কন্ঠস্বর আমার হয়ে গেল অতি ক্ষীণ, কপোতের মত কুহরি কেঁদেছি বেদনায়! স্বর্গের পানে চেয়ে চেয়ে ক্লান্ত নয়ন আমার এ বিষম যাতনা হতে উদ্ধার কর আমায় হে প্রভু পরমেশ্বর।


ইনি চীৎকার করে বললেন, “পতন হল, মহতী ব্যাবিলনের পতন হল, ভূতপ্রেতের লীলাভূমি অশুচি আত্মা আবাস, জঘনও ও ঘৃণ্য যত পাখির বাসা।


তখন নবী মীখা বললেনঃ এইজন্যই আমি বিলাপ ও হাহাকার করব, বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াব নগ্নপদে। আমি বিলাপ করব শৃগালের মত, পেচকের মত ক্রন্দনধ্বনি করব,


উটপাখি, নিশাচর চিল, গাংচিল এবং সবজাতের ঈগল।


আমি অস্থিচর্মসার হয়েছি বেঁচে আছি কোনমতে!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন