Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 102:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 দীর্ঘশ্বাস ও আর্তনাদে অস্থিচর্মসার হয়েছে আমার দেহ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আমার জোরে জোরে কোঁকানোর দরুন আমার অস্থিগুলো চামড়ার সঙ্গে লেগে গেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 আমার দুর্দশায় আমি আর্তনাদ করি আর আমি চামড়া ও হাড়ে পরিণত হয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আমার হাহাকার শব্দ প্রযুক্ত আমার অস্থিগুলি মাংসে সংসক্ত হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 দুঃখের কারণে আমার ওজন কমে যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আমার ক্রমাগত কান্নাতে, আমি রোগা হয়ে গেছি।

অধ্যায় দেখুন কপি




গীত 102:5
10 ক্রস রেফারেন্স  

আমি অস্থিচর্মসার হয়েছি বেঁচে আছি কোনমতে!


আজ তারা শুয়ে আছে রাজপথে পরিচয়হীন, মুখে মৃত্যুর কালিমা, হাড়ের উপর জড়ান শুকনো চামড়া।


উৎফুল্ল হৃদয় স্বাস্থ্যকর ওষুধের মত, বিষণ্ণ চিত্ত শরীর ক্ষয়করে।


দূর হও নরাধম, দুরাচারীর দল আমার সামনে থেকে, প্রভু পরমেশ্বর শুনেছেন আমার কাতর ক্রন্দন।


গুমরে গুমরে কেঁদে আমি ক্লান্ত, নিশীথে নয়ন জলে ভাসে শয্যা আমার, অশ্রুসিক্ত হয় উপাধান।


প্রভু পরমেশ্বরের মন্দিরে গেলে হান্নার স্বামী তাঁর সঙ্গে অনুরূপ আচরণ করতেন, আর তাঁর সপত্নীও একইভাবে তাঁকে উত্যক্ত করতেন।


ফুলের মতই সেও শুকিয়ে যায় অচিরেই, মিলিয়ে যায় ছায়ার মত। স্থির থাকে না কখনও।


যে তৃণ বেড়ে ওঠে, ফুল ফোটায়, তারপর শুকিয়ে যায়, ঝরে যায় সন্ধ্যায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন