Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 102:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 ঊর্ধ্বলোকের পবিত্র আবাস থেকে তিনি অবলোকন করলেন, স্বর্গ থেকে পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করলেন প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 কেননা তিনি তাঁর উঁচু পবিত্র স্থান থেকে অবলোকন করলেন; মাবুদ বেহেশত থেকে দুনিয়াতে দৃষ্টিপাত করলেন;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 “সদাপ্রভু উচ্চ পবিত্রস্থান থেকে নিচে দেখলেন, স্বর্গ থেকে তিনি জগতের প্রতি দৃষ্টিপাত করলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 কেননা তিনি আপন উচ্চ ধর্ম্মধাম হইতে অবলোকন করিলেন; সদাপ্রভু স্বর্গ হইতে পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 প্রভু, তাঁর পবিত্র স্থান থেকে নীচের দিকে চেয়ে দেখবেন। স্বর্গ থেকে প্রভু পৃথিবীর দিকে চেয়ে দেখবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 কারণ তিনি পবিত্র উচ্চ থেকে নিচে দেখেছেন সদাপ্রভুু স্বর্গ থেকে পৃথিবীতে লক্ষ্য করেছেন;

অধ্যায় দেখুন কপি




গীত 102:19
10 ক্রস রেফারেন্স  

তোমার পবিত্র আবাস স্বর্গ থেকে তুমি দৃষ্টিপাত কর এবং তোমার প্রজা ইসরায়েলীদের ও সুজলা সুফলা প্রাচুর্যময় এই দেশ, যা আমাদের পূর্বপুরুষদের তুমি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে, সেই দেশের প্রতি আশীর্বাদ কর।’


স্বর্গ থেকে প্রভু পরমেশ্বর দেখেন মানব সন্তানদের লক্ষ্য করেন তিনি সুবুদ্ধিসম্পন্ন মানুষ কেউ আছে কিনা! আছে কি না কোন ঈশ্বরসন্ধানী!


দেখ, ঊর্ধ্বাকাশের নক্ষত্ররাজি কত উচ্চে অবস্থিত তারও বহু ঊর্ধ্বে ঈশ্বর বাস করেন।


প্রভু পরমেশ্বর সমগ্র বিশ্ব সংসারের উপর অন্তরঙ্গভাবে লক্ষ্য রাখেন, যেন যারা তাঁর অনুগত, তাদের তিনি শক্তি ও সামর্থ্য দান করতে পারেন। তুমি মূর্খের কাজ করেছ। তাই আজ থেকে তোমাকে সবসময় যুদ্ধে লিপ্ত থাকতে হবে।


তুমি তারও প্রার্থনা শুনো। স্বর্গে, যেখানে তোমার বাস, সেখান থেকে তার প্রার্থনা পূরণ করো। তাহলে সারা বিশ্ববাসী জানবে তোমার কথা, তোমার প্রজা ইসরায়েলীদের মতই মান্য করবে তোমায়। তারা জানবে যে আমার নির্মিত এই মন্দির তোমারই আরাধনার স্থান।


তবে স্বর্গে তোমার আবাস থেকে তুমি শুনো, ক্ষমা করো, সাহায্য করো তাদের। একমাত্র তুমিই জান মানুষের মনোভাব। তাই প্রত্যেকের যথাযোগ্য বিচার করো


তারা আমার সেই প্রজাবৃন্দ, যাদের আমি সৃষ্টি করেছি আমারই জন্য, মুখর হবে তারা আমার প্রশংসা গানে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন