Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 102:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 প্রভু পরমেশ্বর সিয়োনকে গড়ে তুলবেন আবার, প্রকাশ করবেন তাঁর গৌরব ও পরাক্রম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 কেননা মাবুদ সিয়োনকে গেঁথেছেন, তিনি নিজের মহিমায় দর্শন দিয়েছেন;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 কারণ সদাপ্রভু আবার জেরুশালেম নির্মাণ করবেন এবং তাঁর মহিমায় আবির্ভূত হবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 কেননা সদাপ্রভু সিয়োনকে গাঁথিয়াছেন, তিনি স্বীয় প্রতাপে দর্শন দিয়াছেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 প্রভু সিয়োনকে আবার নির্মাণ করবেন। লোকেরা আবার তাঁর মহিমা দেখবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 সদাপ্রভুু সিয়োনকে পুনরায় নির্মাণ করবেন এবং তাঁর মহিমা প্রকাশ করবেন।

অধ্যায় দেখুন কপি




গীত 102:16
17 ক্রস রেফারেন্স  

ইসরায়েল ও যিহুদীয়াকে আমি সমৃদ্ধিশালী করব এবং আগে যেমন ছিল, তেমনি করে তাদের আবার গড়ব।


প্রভু পরমেশ্বরই জেরুশালেমকে স্থাপন করেছেন, নানা স্থানে ছড়িয়ে থাকা ইসরায়েলীদের একত্র করেন তিনি।


তারা আমার প্রজাদের পত্নীদেরও বিতাড়িত করেছে তাদের সুখের নীড় থেকে। আপন শিশুদের তারা চিরতরে বঞ্চিত করেছে তোমার আশীর্বাদ থেকে।


আমার আমি তোমাকে গড়ে তুলব, আবার তুমি তম্বুরা হাতে তুলে নেবে, নৃত্যপরা হয়ে উঠবে আনন্দ হিল্লোলে।


আমি জানি তাদের চিন্তা ও কর্ম। পৃথিবীর সমস্ত জাতির মানুষকে একত্র করতে আমি আসছি। তারা একত্র হলে দেখবে আমার পরাক্রম ও মহিমা।


সিয়োনের শোকার্ত মানুষের কাছে, দুঃখ নয়, সাজাতে আনন্দের উপচার কন্ঠে পরাতে মহানন্দের পুষ্পমাল্য, আর্তনাদ নয়, সাজাতে স্তবের অর্ঘ্য তিনি প্রেরণ করেছেন আমায়। তারা হবে স্বয়ং প্রভু পরমেশ্বরের আপন হাতে রোপিত বৃক্ষের মত। তাদের সকল কর্ম হবে ন্যায্য তাদের কর্মে মহিমান্বিত হবেন ঈশ্বর।


কেদর ও নবায়োতের মেষপাল আনা হবে তোমার কাছে হোমবলিরূপে উৎসর্গীত হবে তারা বেদীর উপরে প্রভু পরমেশ্বরের সন্তোষ কামনায়। প্রভু পরমেশ্বর তাঁর মন্দিরকে আরও বিভূষিত করবেন তাঁর ঐশ্বর্যের মহিমায়।


সমগ্র পৃথিবীর জন্য এই হল আমার পরিকল্পনা, জাতিবৃন্দকে শাস্তি দেবার জন্য আমার হাত উদ্যত হয়ে আছে।


আকাশমণ্ডল ঘোষণা করে তাঁর ন্যায়নিষ্ঠতা, সমস্ত জাতি নিরীক্ষণ করে তাঁর মহিমা।


ঈশ্বর উদ্ধার করবেন জেরুশালেমকে, পুনরায় করবেন নির্মাণ যিহুদীয়ার নগর-জনপদ, সেখানে আবার বাস করবে তাঁর প্রজাবৃন্দ, লাভ করবে সেই দেশের অধিকার।


হে ঈশ্বর, তোমার মঙ্গল ইচ্ছায়, সিয়োনের কল্যাণ সাধন কর তুমি, আবার গড়ে তোল জেরশালেমের ভগ্ন প্রাচীর।


পূর্ব থেকে পশ্চিমের সমস্ত মানুষ তাঁর কাছে ভয়ে-ভক্তিতে মাথা নোয়াবে, কীর্তন করবে তাঁর গৌরব ও মহিমার। তিনি নেমে আসবেন খরস্রোতা নির্ঝরিণীর মত, আসবেন বায়ু তাড়িত স্রোতের মত।


তোমার দীপ্তিতে আকৃষ্ট হবে জাতিবৃন্দ, রাজন্যকুল আসবে তোমার কাছে নতুন দিনের নবীন সূর্যোদয়ে।


পালে নিখুঁত পশু থাকা সত্ত্বেও যে প্রতারক পরমেশ্বরের উদ্দেশে মানত পূরণের জন্য খুঁতগ্রস্ত পশু উৎসর্গ করে, সে অভিশপ্ত হোক! কারণ আমি মহান রাজা, সর্বজাতি আমাকে সম্ভ্রম ও সমাদর করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন