Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 101:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 গোপনে যে অপরের নামে কুৎসা রটায় তাকে উচ্ছেদ করব আমি। দৃষ্টি উদ্ধত যার হৃদয় গর্বিত তাকে সহ্য করব না আমি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 যে জন গোপনে প্রতিবেশীর অপবাদ দেয়, তাকে আমি উচ্ছেদ করবো; যার অহংকারী দৃষ্টি ও গর্বিত হৃদয়, তাকে সহ্য করবো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 যে কেউ গোপনে প্রতিবেশীর অপবাদ করে, আমি তাকে উচ্ছেদ করব; যার দৃষ্টি উদ্ধত ও হৃদয় অহংকারী, আমি তাকে সহ্য করব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 যে জন গোপনে প্রতিবাসীর পরীবাদ করে, তাহাকে আমি উচ্ছেদ করিব; যাহার সাহঙ্কার দৃষ্টি ও গর্ব্বিত হৃদয়, তাহাকে সহ্য করিব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 যদি কেউ গোপনে তার প্রতিবেশী সম্পর্কে মন্দ কথা বলে, আমি তাকে চুপ করিয়ে দেবো। আমি লোকেদের কখনই উদ্ধত হতে দেবো না এবং তাদের ভাবতে দেবো না যে তারা অন্যান্যদের চেয়ে ভালো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আমি ধ্বংস করবো যে গোপনে তার প্রতিবেশীর নিন্দা করে। আমি সহ্য করবো না কাউকে যার হাবভাব গর্বের এবং অহঙ্কারী মনোভাব।

অধ্যায় দেখুন কপি




গীত 101:5
25 ক্রস রেফারেন্স  

দীন দরিদ্রকে তুমি কর উদ্ধার, চূর্ণ কর দাম্ভিকের দম্ভ।


যে পরনিন্দা করে না, বন্ধুজনের করে না অপকার, দুর্নাম করে না প্রতিবেশীর।


এক শ্রেণীর লোক আছে যারা নিজেদের সম্পর্কে খুব উচ্চধারণা পোষণকরে, অপরকে হেয়জ্ঞান করে।


নিজের ভাইয়ের নিন্দায় তুমি সদাতৎপর, আপন সহোদরের কুৎসা রটনায় তোমার বাধে না।


তেমনিভাবে বয়স্কা মহিলাদের বলবে, তাঁদের আচরণ যেন সুশীলা মহিলাদের বলবে, তাঁদের আচরণ যেন সুশীলা নারীদের মত হয়। পরনিন্দা, পরচর্চা আর সুরাসক্তি তাঁদের সাজেন না।


আমার বক্তব্য এই যে আমাদের সমাজের লোক বলে পরিচিত কেউ যদি ব্যভিচারী, লোভী, অধর্মাচারী, নিন্দুক, মাতাল কিম্বা জোচ্চোর হয় তাহলে তার সঙ্গে কোন সংশ্রব রাখবে না। এমন কি তোমরা এই ধরণের লোকের সঙ্গে ভোজন-পানও করবে না।


তোমাদের আমি বলছি, ঐ ফরিশীর চেয়ে বরং এই ব্যক্তিই ধার্মিক প্রতিপন্ন হয়ে নিজের ঘরে ফিরে গেল। যে নিজের গৌরব করে, তাকে নত করা হবে কিন্তু যে নিজেকে নত করে, সে গৌরবান্বিত হবে।


অতএব আমি নেবুকাডনেজার স্বর্গের অধিপতি ঈশ্বরের মহিমা, প্রশস্তি ও গুণকীর্তন করি। তাঁর প্রতিটি কাজ ধর্মসঙ্গত ও সঠিক। উদ্ধত, অহঙ্কারী মানুষের দর্পতিনি চূর্ণ করতে পারেন।


যারা অতিরিক্ত কথা বলে তারা গোপন কথা ফাঁস করে দেয়, এদের এড়িয়ে চলাই ভাল।


তোমরাই আবার মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষের প্রাণনাশ কর। তোমরা মূর্তির কাছে উৎসর্গ করা খাবার খাও। কেউ কেউ আবার সব সময় লালসা চরিতার্থ করতেই ব্যস্ত।


এমন একটি দিন আসছে, যেদিন মানুষের দর্পচূর্ণ হবে, অবসান ঘটবে ঔদ্ধত্যের। উদ্ধত মানুষ হবে অবনমিত। তকন একমাত্র প্রভু পরমেশ্বরই হবেন মহিমান্বিত।


মৌসুমী বাতাস যেমন বৃষ্টি আনে, কুৎসা রটনা তেমনি ক্রোধের সঞ্চার করে।


মিথ্যাবাদীর ওষ্ঠ ঘৃণা গোপন করে, যে দুর্নাম রটনা করে সে নির্বোধ।


যদিও প্রভু ঊর্ধ্বে সমাসীন, তবুও তাঁর কৃপা দৃষ্টি রয়েছে অবনতের প্রতি, গর্বোদ্ধত তোমার কাছে নিজেকে পারে না লুকাতে।


দম্ভভরে কেউ কথা বলো না দর্প যেন নির্গত না হয় তোমাদের মুখ থেকে কারণ প্রভু সর্বজ্ঞ ঈশ্বর সকল কাজই তিনি তুলাদণ্ডে পরিমাপ করেন।


তোমরা আত্মীয় স্বজনের সম্পর্কে কুৎসা রটনা করবে না এবং তোমাদের প্রতিবেশীর জীবনহানিকর কোন প্রচেষ্টায় লিপ্ত হবে না। আমি প্রভু পরমেশ্বর।


তোমরা গুজব রটনা করবে না। দুর্জনের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিয়ে তার দুষ্কর্মের সহায়তা করবে না।


প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না।


মণ্ডলীর সেবাকার্যে নিযুক্ত ব্যক্তিদের স্ত্রীদেরও সচ্চরিত্র হতে হবে। তাঁরার হবেন মিতাচারী ও পরনিন্দায় বিমুখ। সব দিক দিয়েই তাঁদের হতে হবে বিশ্বস্ত।


দুষ্টদের উদ্ধত দৃষ্টি, অহঙ্কারী মন ও জীবনাচরণ সবই পাপ-কলুষিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন