Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 101:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 অন্তরের কুটিলতা দূরে থাকবে আমার কাছ থেকে, মন্দের সঙ্গে থাকবে না আমার পরিচয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 কুটিল অন্তঃকরণ আমা থেকে দূরে থাকবে; নাফরমানীর সঙ্গে আমার পরিচয় হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যে হৃদয়ে বিকৃত সে আমার কাছ থেকে দূরে থাকবে; আমি সব ধরনের মন্দ থেকে দূরে সরে থাকব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 কুটিল অন্তঃকরণ আমা হইতে দূরে যাইবে; দুষ্টতার সহিত আমার পরিচয় হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমি সৎ‌ থাকবো। আমি কোন মন্দ কাজ করবো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 বিপথগামী লোক আমাকে ছেড়ে যাবে; আমি মন্দতে বিশ্বস্ত নই।

অধ্যায় দেখুন কপি




গীত 101:4
15 ক্রস রেফারেন্স  

কুটিল যাদের মন, প্রভুর ঘৃণার পাত্র তারা, কিন্তু সদাচারী প্রভুর প্রীতিভাজন।


কিন্তু ঈশ্বর যা স্থাপন করেন তা অটল। তারই ভিত্তির উপর ক্ষোদিত আছে, ‘প্রভু জানেন কারা তাঁর আপনজন’ এবং ‘প্রভুর নাম যারা করে তারা যেন অন্যায় থেকে দূরে থাকে’।


আমি তখন তাদের স্পষ্টই বলব, ‘কোন কালেই আমি তোমাদের চিনতাম না। অধর্মচারীর দল। আমার কাছ থেকে দূর হও’।


বদরাগী লোকের সঙ্গে বন্ধুত্ব করো না, মেলামেশাও করো না তাদের সঙ্গে।


নির্বোধের সংসর্গ পরিহার কর, তাহলে বাঁচবে, সুবিবেচনার পথে চল।


ঈশ্বরভক্তির অর্থ মন্দকে ঘৃণা করা, আমি ঘৃণা করি মিথ্যাচার আর কপটভাষণ।


দুরাচারী দল, দূর হও আমার কাছ থেকে, আমি পালন করব আমার ঈশ্বরের সকল নির্দেশ।


কেননা কুটিল লোক প্রভুর ঘৃণাস্পদ কিন্তু ন্যায়নিষ্ঠের তাঁর আস্থাভাজন।


দূর হও নরাধম, দুরাচারীর দল আমার সামনে থেকে, প্রভু পরমেশ্বর শুনেছেন আমার কাতর ক্রন্দন।


কিন্তু আমাকে ঝুড়িতে করে জানালা দিয়ে প্রাচীরের বাইরে নামিয়ে দেওয়া হয়েছিল। এ ভাবেই আমি তাঁর কবল থেকে রক্ষা পেয়েছিলাম।


মিথ্যাচারীদের সঙ্গে আমি মিশি না, ভণ্ডদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।


পাষণ্ডদের সমাজ ঘৃণা করি আমি দুর্জনদের সঙ্গে আমি বাস করি না।


ন্যায়নিষ্ঠেরা দুষ্টদের ঘৃণা করে, দুষ্টেরা ঘৃণা করে ন্যায়নিষ্ঠদের।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন