Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 100:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তোমরা স্তবগানসহ তাঁর দ্বারে উপস্থিত হও, প্রশংসা গানে মুখর হয়ে প্রবেশ কর তাঁর অঙ্গনে, কৃতজ্ঞ অন্তরে কর তাঁর নামগান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তোমরা প্রশংসা-গজল সহকারে তাঁর দ্বারে প্রবেশ কর, প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ কর; তাঁর শুকরিয়া কর, তাঁর নামের প্রশংসা কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো; তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তোমরা স্তব সহকারে তাঁহার দ্বারে প্রবেশ কর, প্রশংসা সহকারে তাঁহার প্রাঙ্গণে প্রবেশ কর; তাঁহার স্তব কর, তাঁহার নামের ধন্যবাদ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 ধন্যবাদের গীত গাইতে গাইতে তাঁর শহরে এসো। প্রশংসা গীত গাইতে গাইতে তাঁর মন্দিরে এসো। তাঁকে সম্মান কর, তাঁর নামকে ধন্য কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 ধন্যবাদ সহকারে তাঁর দরজায় ঢোকো এবং প্রশংসা সহকারে তার উঠানে ঢোকো। তাকে ধন্যবাদ দাও এবং তার নাম মহিমান্বিত কর।

অধ্যায় দেখুন কপি




গীত 100:4
17 ক্রস রেফারেন্স  

তাই এস, আমরা যীশুর মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে নিরন্তর প্রশস্তির নৈবেদ্য উৎসর্গ করি, আর্থাৎ আমাদের ওষ্ঠাধরে সর্বদা তাঁর প্রতি আস্থা প্রকাশ করি।


হে আমাদের ঈশ্বর, তোমায় আমরা কৃতজ্ঞতা জানাই, তোমার গৌরবপবূর্ণ নামে স্তবের অর্ঘ নিবেদন করি।


হোমবলির অর্ঘ্য নিয়ে আমি যাব তোমার মন্দিরে, পূর্ণ করব আমার সকল মানত তোমারই চরণে।


সিয়োনে পৌঁছাবে তারা পরম উল্লাসে সুললিত সঙ্গীতে আর হর্ষধ্বনিতে হবে মুখরিত। এ আনন্দ তাদের হবে চিরায়ত দুঃখ, শোক, ব্যথা ঘুচে যাবে চিরতরে।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে গাও গান, কর তাঁর নামের প্রশংসা, ঘোষণা কর প্রতিদিন এই সুসংবাদ, তিনি আমাদের করেছেন পরিত্রাণ!


তারপর দাউদ প্রজাদের আদেশ দিলেনঃ তোমরা প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর। সমবেত জনতা তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভুর মহিমা কীর্তন করতে লাগল। প্রভু পরমেশ্বর ও রাজার সম্মানে প্রণিপাত করল।


হে ঈশ্বর, সিয়োনের অধীশ্বর তুমি, তোমারই বন্দনাগানে হোক মুখরিত সিয়োনভূমি। সেখানে পূর্ণ হোক সকল মানত তোমারই উদ্দেশে।


এস, কৃতজ্ঞচিত্তে আমরা তাঁর কাছে যাই, তাঁর প্রশংসাগানে হই মুখরিত।


কীর্তন কর প্রভু পরমেশ্বরের নামের মহিমা, নৈবেদ্যসহ প্রবেশ কর তাঁর অঙ্গনে।


লোকে প্রশস্তি করে তোমার মহৎ ও মহিমময় নামের, বলে, তিনি পুণ্যময়!


হে জেরুশালেম, তোমার তোরণ পেরিয়ে আমরা প্রাঙ্গণে গিয়ে দাঁড়ালাম।


সকল গোষ্ঠী, প্রভু পরমেশ্বরের মনোনীত সকল গোষ্ঠী ইসরায়েলের প্রথা অনুযায়ী তাঁর চরণে কৃতজ্ঞতা নিবেদনের জন্য সেখানে আরোহণ করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন