Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 100:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 প্রভু পরমেশ্বরের জয়ধ্বনি কর হে সমগ্র পৃথিবী,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 সমস্ত দুনিয়া! মাবুদের উদ্দেশে জয়ধ্বনি কর;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি কর;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে পৃথিবী, প্রভুর উদ্দেশ্যে গান গাও!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আনন্দে চিত্কার কর সদাপ্রভুুর উদ্দেশ্যে, সারা পৃথিবী।

অধ্যায় দেখুন কপি




গীত 100:1
18 ক্রস রেফারেন্স  

সমগ্র পৃথিবী! প্রভু পরমেশ্বরেরজয়ধ্বনি কর, মুখরিত হও আনন্দসঙ্গীতে, গাও তাঁর বন্দনাগান।


অলিভ পাহাড়ের উৎরাইয়ের রকাছে তিনি এসে পৌঁছাতেই তাঁর সমস্ত শিষ্যদল, যাঁরা তাঁর মহাপরাক্রমের কাজ দেখেছিলেন —তাঁরার মহানন্দে উচ্চকণ্ঠে ঈশ্বরের জয়গান করে


ওগো সিয়োন কন্যা, আনন্দ কর, জয়ধ্বনি কর হে ইসরায়েল, হে জেরুশালেমনিবাসী উল্লসিত হও, আনন্দ কর প্রাণ খুলে।


প্রভুর সান্নিধ্য লাভে আনন্দ কর, উল্লাসে মেতে ওঠ হে ধার্মিকবৃন্দ, ন্যায়নিষ্ঠ যারা, কর আনন্দধ্বনি।


শাস্ত্রে আরও লেখা আছে, “জাতিবৃন্দ! ঈশ্বরের প্রজামণ্ডলীর সঙ্গে তোমরাও আনন্দ কর।”


সমগ্র পৃথিবী! জয়ধ্বনি কর ঈশ্বরের উদ্দেশে।


হে জাতিবৃন্দ, জয়ধ্বনি কর তাঁর প্রজাদের সঙ্গে, কেননা নিজ সেবকদের রক্তপাতের প্রতিশোধ গ্রহণ করবেন তিনি, দণ্ড দেবেন তাঁর বিপক্ষদের। তাঁর প্রজাদের স্বদেশের জন্য করবেন প্রায়শ্চিত্ত সাধন।


হে আমার ঈশ্বর, হে রাজন! আমি উচ্ছ্বসিত প্রশংসা করব তোমার, চিরকাল করব তোমার নামের গুণগান।


হে জাতিবৃন্দ করতালি দাও, সহর্ষে ঈশ্বরের জয়ধ্বনি কর।


সমগ্র পৃথিবীতে প্রভুর রাজত্ব প্রতিষ্ঠিত হবে সেদিন। প্রভু পরমেশ্বরই হবেন একচ্ছত্র অধিপতি। তাঁর নামই হবে একমাত্র নাম।


জাতিবৃন্দ উল্লাসে আনন্দ গান করুক, তোমার সুশাসনে সকল জাতি ন্যায় বিচার পায় তোমার কাছে। সেলা


সমগ্র পৃথিবী প্রণিপাত করবে তেমার সম্মুখে, করবে তোমায় জয়গান, কীর্তন করবে তোমার মহানাম। সেলা


ঈশ্বর জয়ধ্বনি সহকারে, তুরীধ্বনিসহ প্রভু আরোহণ করলেন সিংহাসনে।


হে পৃথিবীর রাজ্যসমূহ, ঈশ্বরের স্তুতিগান গাও, গুণগান গাও প্রভু পরমেশ্বরের। সেলা


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন