Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 10:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 উন্নাসিক, গর্বিত দুরাত্মা গ্রাহ্য করে না প্রভু পরমেশ্বরকে, তার জীবনে ঈশ্বরের কোন স্থান নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 দুষ্ট লোক সদর্পে বলে তিনি অনুসন্ধান করবেন না; আল্লাহ্‌ নেই, এ-ই তার চিন্তার সার।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 অহংকারে দুষ্ট ব্যক্তি ঈশ্বরের অনুসন্ধান করে না; তার সব চিন্তায় ঈশ্বরের কোনও স্থান নেই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 দুষ্ট লোক নাক তুলিয়া [বলে,] তিনি অনুসন্ধান করিবেন না; ঈশ্বর নাই, ইহাই তাহার চিন্তার সার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 মন্দ লোকরা ঈশ্বরকে অনুসরণ করার ক্ষেত্রে অতিরিক্ত দাম্ভিক। তারা রাশি রাশি মন্দ ফন্দি আঁটে। তারা এমন ভাব করে যেন ঈশ্বরের কোন অস্তিত্ব নেই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কারণ দুষ্ট লোক গর্বিত, সে ঈশ্বরের সন্ধান করে না, সে ঈশ্বরের সম্পর্কে চিন্তা করে না, কারণ সে তাঁর বিষয়ে কোনো পরোয়া করে না।

অধ্যায় দেখুন কপি




গীত 10:4
30 ক্রস রেফারেন্স  

তারা যেমন ঈশ্বরকে মান্য করার প্রয়োজন বোধ করেনি, তেমনি ঈশ্বর তাদের ভ্রষ্ট মতির বশে সমর্পণ করে তাদের অসঙ্গত কাজে রত হতে দিয়েছেন।


সুতরাং এই অসৎ উদ্দেশ্যের জন্য তুমি অনুতাপ কর এবং প্রভুর কাছে মিনতি কর, যদি সম্ভব হয়, তোমার এই অসৎ অভিপ্রায়ের জন্য যেন তিনি ক্ষমা করেন।


প্রভু পরমেশ্বর দেখলেন, পৃথিবীতে মানুষের দুষ্কর্ম অত্যধিক বেড়ে গিয়েছে। তাদের অন্তর সারাক্ষণ কেবল মন্দ চিন্তা ও কল্পনায় ব্যাপৃত।


ঈশ্বরকে জেনেও তারা তাঁর ঐশী মহিমাকে স্বীকৃতি দেয়নি, কিম্বা তাঁর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেনি। তাই তাদের সমস্ত চিন্তা অসারতায় পর্যবসিত হয়েছে এবং তাদের বিভ্রান্ত হৃদয় তমসাচ্ছন্ন হয়েছে।


চরম ঔদ্ধত্যে যারা অন্যায়ের পথে ছুটে চলেছে, আমার সেই স্বেচ্ছাচারী বিদ্রোহী প্রজাদের জন্য সারাদিন আমি দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছি।


নির্বোধ মনে মনে বলে, ‘ঈশ্বর নাই।’ ওরা ভ্রষ্ট, জঘন্য অনাচারী, সৎকর্ম করে না কেউ।


তারা ঈশ্বরকে বলেছিল: আমাদের কাছ থেকে দূর হয়ে যাও, বলেছিল: সর্বশক্তিমান আমাদের কি করতে পারেন?


তখন যেন তোমাদের হৃদয় গর্বিত না হয় এবং তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি তোমাদের মিশরের দাসত্বের আগার থেকে উদ্ধার করে এনেছেন, তাঁকে যেন ভুলে না যাও।


ফারাও বললেন, কে এই প্রভু পরমেশ্বর? তার আদেশে কেন আমি ইসরায়েলীদের ছেড়ে দেব? আমি তাকে চিনি না। ইসরায়েলীদের আমি ছাড়ব না।


সেই সময়ে তোমরা খ্রীষ্টবিহীন ছিলে, ইসরায়েলীদের জাতীয় অধিকার বহির্ভূত এবং ঈশ্বরের সঙ্গে স্থাপিত সন্ধি চুক্তি ও তাঁর দেওয়া প্রতিশ্রুতির আওতার বাইরে ছিলে। তোমাদের জীবনে কোন আশা ছিল না, তোমরা ছিলে প্রকৃতপক্ষে ঈশ্বরবিহীন।


কারণ এ সব আসে একেবারে মানুষের অন্তর থেকে। কুচিন্তা, লাম্পট্য, চুরি, নরহত্যা, ব্যভিচার,


তোমরা, যারা দীন, নত-নম্র যারা তাঁর অনুশাসন মেনে চল, পরমেশ্বরের ইচ্ছা পালন কর, ন্যায়বিচার ও শিষ্টাচার অনুশীলন কর! তাহলে হয়তো বা পরমেশ্বরের ক্রোধের দিনে তোমরা অব্যাহতি পাবে।


জেরুশালেম, তোমার অন্তর থেকে সমস্ত মন্দতা ধুয়ে ফেল যাতে রক্ষা পাও। আর কতদিন তুমি ডুবে থাকবে পাপচিন্তার মধ্যে?


শোন, হে ইসরায়েলের মানুষ, শোন আমার কথা। আমি কি তোমাদের কাছে মরুভূমির মত, অন্ধকার একটি বিপদসঙ্কুল দেশের মত? কেন তবে তোমরা বল, তোমরা যা ইচ্ছা তাই করবে, আমার কাছে আর ফিরে আসবে না?


তোমাদের পা ছুটে চলে দুষ্কর্মের পথে। নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করতে তোমরা বিন্দুমাত্র দ্বিধাবোধ কর না। যেখানেই তোমরা যাও, সেখানেই সর্বনাশ ও ধ্বংস ডেকে আন।


তাদের সংস্কার প্রথা তাদেরই বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সদোমের অধিবাসীদের মত তারা প্রকাশ্যে পাপাচার করে। তাদের সর্বনাশ অনিবার্য এবং এই সর্বনাশ তারা নিজেরাই ডেকে এনেছে।


এমন একটি দিন আসছে, যেদিন মানুষের দর্পচূর্ণ হবে, অবসান ঘটবে ঔদ্ধত্যের। উদ্ধত মানুষ হবে অবনমিত। তকন একমাত্র প্রভু পরমেশ্বরই হবেন মহিমান্বিত।


এক শ্রেণীর লোক আছে যারা নিজেদের সম্পর্কে খুব উচ্চধারণা পোষণকরে, অপরকে হেয়জ্ঞান করে।


কারণ তার চেয়ে বেশী পেলে আমি হয়তো বলব, পরমেশ্বর আবার কে? আর আমার যদি অভাব থাকে তাহলে হয়তো আমি চুরি করব, আমার আরাধ্য ঈশ্বরের নাম করব কলঙ্কিত।


দুষ্টদের উদ্ধত দৃষ্টি, অহঙ্কারী মন ও জীবনাচরণ সবই পাপ-কলুষিত।


উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী রসনা, নির্দোষের রক্তপাত করেছে যে হস্ত,


গোপনে যে অপরের নামে কুৎসা রটায় তাকে উচ্ছেদ করব আমি। দৃষ্টি উদ্ধত যার হৃদয় গর্বিত তাকে সহ্য করব না আমি।


দুষ্টের অন্তর পরিপূর্ণ পাপের চিন্তায়, ঈশ্বরের প্রতি তার নেই কোন সম্ভ্রম।


তুমি বলেছ: তোমরা আমার কাছে এস, আরাধনা কর আমার। হ্যাঁ প্রভু, আমি তোমারই কাছে আসব, আরাধনা করব তোমার।


দীন দরিদ্রকে তুমি কর উদ্ধার, চূর্ণ কর দাম্ভিকের দম্ভ।


ওরা বলে, ঈশ্বর জানবেন কি করে? এসব দিকে পরাৎপরের কি দৃষ্টি আছে?


অন্যায়ের দণ্ডবিধান সময় মত হয় না বলেই মানুষ ইতস্ততঃ করে না অন্যায় করতে।


তখন তিনি প্রদীপ জ্বেলে জেরুশালেমের কোণে কোণে খুঁজবেন তাদের। যারা আত্মতুষ্টির নেশায় বিভোর হয়ে নিরুদ্বেগে কাল যাপন করে আর ভাবে, পরমেশ্বর ভাল কি মন্দ কিছুই করেন না,তাদের উপর নেমে আসবে তাঁর মহাদণ্ড।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন