Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 10:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 প্রভু পরমেশ্বর চিরন্তন রাজা, যারা আরাধনা করে না তাঁর উৎখাত হবে তারা তাঁর পুণ্যভূমি থেকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 মাবুদ অনন্তকালীন বাদশাহ্‌; জাতিরা তাঁর দেশ থেকে ধ্বংস হয়ে গেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 সদাপ্রভু নিত্যকালের রাজা; অধার্মিক জাতিরা তাঁর দেশ থেকে বিনষ্ট হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 সদাপ্রভু অনন্তকালীন রাজা; জাতিগণ তাঁহার দেশ হইতে লুপ্ত হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 প্রভু চিরকালের এবং অনন্তকালের রাজা। বিদেশী জাতিগুলি তাঁর দেশ থেকে অদৃশ্য হয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 যুগে যুগে সদাপ্রভুুই রাজা; জাতিগুলো তার দেশ থেকে উচ্ছেদ হয়েছে।

অধ্যায় দেখুন কপি




গীত 10:16
20 ক্রস রেফারেন্স  

যিনি সর্বকালের রাজা, অক্ষয়, অদৃশ্য, অনন্য পরমেশ্বর, তিনি যুগে যুগে সমাদৃত এবং মহিমান্বিত হোন।


অনন্ত জলরাশির উপরে প্রভু সমাসীম, শাশ্বত সম্রাটরূপে তাঁরই অধিষ্ঠান।


কিন্তু তুমি, হে প্রভু পরমেশ্বর, প্রকৃত ঈশ্বর জীবন্ত, জাগ্রত চিরন্তন রাজা। তুমি যখন ক্রুদ্ধ হও পৃথিবী কেঁপে ওঠে, জাতিবৃন্দ সহ্য করতে পারে না তোমার ক্রোধের দহন।


আমার আদেশ, আমার সাম্রাজ্যের প্রত্যেক লোক দানিয়েলের আরাধ্য ঈশ্বরকে সম্ভ্রম ও ভক্তি করবে। সদাজাগ্রত ঈশ্বর তিনি, শাশ্বত, সনাতন। বিনষ্ট হবে না কোনদিন তাঁর শাসনব্যবস্থা, অবসান হবে না কোনদিন তাঁর প্রতাপ-পরাক্রমের।


রাজা বললেন, সাত বছর গত হলে একদিন আমি আকাশের দিকে চেয়ে ছিলাম। এমন সময়ে আবার ফিরে পেলাম মনের সুস্থ, স্বাভাবিক স্বাচ্ছন্দ্য। তখন আমি পরাৎপর ঈশ্বরের মহিমা কীর্তন করলাম, গাইলাম তাঁর প্রশস্তি যিনি নিত্য, শাশ্বত, সুমহানঃ চিরন্তন কর্তৃত্বে তিনি সমাসীন অক্ষয়, অম্লান তাঁর রাজত্বকাল।


যুগে যুগে ব্যাপ্ত তোমার রাজত্ব পুরুষানুক্রমে প্রতিষ্ঠিত তোমার আধিপত্য। প্রভু পরমেশ্বর সত্যনিষ্ঠ, তিনি পূর্ণ করেন তাঁর সকল অঙ্গীকার, তাঁর কর্মে প্রকাশিত হয় অপার করুণা।


তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কথায় কর্ণপাত না কর তাহলে তোমাদের সাক্ষাতে তিনি যে সব জাতিকে ধ্বংস করেছেন ঠিক তেমনিভাবে তিনি তোমাদেরও ধ্বংস করবেন।


একমাত্র তুমিই হে প্রভু পরমেশ্বর, অনাদি অনন্তকালের রাজাধিরাজ, যুগে যুগে কালে কালে তোমারই রাজত্ব।


ঐ সমস্ত বাণিজ্যতরীর আনাগোণা অর্থহীন, তাদের বাণিজ্য বিস্তার ঘটবে না। আমরা শত্রুসৈন্যের সমস্ত সম্পদ কেড়ে নেব। সেই লুন্ঠিত সম্পদের পরিমাণ এত বেশী হবে যে খঞ্জ ব্যক্তিও সেই সম্পদের অংশ লুঠ করতে পারবে। স্বয়ং প্রভু পরমেশ্বর আমাদের রাজা হবেন, তিনি আমাদের শাসন ও রক্ষা করবেন।


প্রভু পরমেশ্বর রাজত্ব করবেন চিরকাল, হে সিয়োন, তোমার আরাধ্য ঈশ্বর পুরুষানুক্রমে করবেন রাজত্ব। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।


প্রভু পরমেশ্বরই রাজাধিরাজ, মহিমায় বিভূষিত তিনি, সুশোভিত তিনি গৌরব ও পরাক্রমে, এ জগতও প্রতিষ্ঠিত সুদৃঢ় ভিত্তিতে,


তিনি তাদের সম্মুখ থেকে সে দেশের অধিবাসীদের করলেন বিতাড়িত, তাদের উত্তরাধিকার আপন প্রজাদের করলেন বণ্টন, ইসরায়েলের গোষ্ঠীসমূহকে বসতি স্থাপন করতে দিলেন তাদের শিবিরে।


বহু জাতি ডুবেছে স্বখাত-সলিলে, নিজেরই পাতা গোপন ফাঁদে পড়েছে ধরা।


জাতিবৃন্দকে তুমি করেছ দণ্ডদান, দুর্জনদের করেছ সংহার, তাদের নাম তুমি চিরতরে করেছ অবলুপ্ত।


প্রভুই করবেন রাজত্ব যুগে যুগে, চিরকাল।


তুমি মহান, তুমি সর্বশক্তিমান, সকল গৌরব ও রাজকীয় মর্যাদায় তুমি বিভূষিত। স্বর্গ ও পৃথিবীর সব কিছুই তোমার, তুমি রাজরাজেশ্বর, সর্বাধিপতি তুমি।


ন্যায়ের বিধানেই শাসন করেন তিনি এ বিশ্বজগত, সমদর্শিতায় সর্বজাতির করেন বিচার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন