Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 10:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 হে প্রভু পরমেশ্বর, জাগো, সক্রিয় হয়ে ওঠ, দণ্ডদান কর দুরাত্মাকে, ভুলে যেও না দীনজনে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 হে মাবুদ, উঠ; হে আল্লাহ্‌, তোমার হাত বাড়িয়ে দাও। দুঃখীদেরকে ভুলে যেও না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 হে সদাপ্রভু, জাগ্রত হও, হে ঈশ্বর, তোমার হাত তোলো। অসহায়কে ভুলে যেয়ো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 হে সদাপ্রভু, উঠ; হে ঈশ্বর, আপন হস্ত তোল। দুঃখীদিগকে ভুলিয়া যাইও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 প্রভু জেগে উঠুন এবং কিছু করুন! ঈশ্বর, ঐসব মন্দ লোককে শাস্তি দিন! ঐসব বঞ্চিত দরিদ্র লোকদের ভুলে যাবেন না!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 সদাপ্রভুু, ওঠ, হে ঈশ্বর, বিচারে তোমার হাত তোলো। নিপীড়িতদের ভুলে যেও না।

অধ্যায় দেখুন কপি




গীত 10:12
15 ক্রস রেফারেন্স  

তোমার বিপদের বিরুদ্ধে তোমার বাহু হবে পরাক্রান্ত, তোমার শত্রুরা হবে উচ্ছিন্ন।


যিনি রক্তপাতের প্রতিফলদাতা নিহতদের কথা তিনি স্মরণে রাখেন, বিস্মৃত হন না উৎপীড়িতের আর্তক্রন্দন।


জাতিবৃন্দকে প্রভু পরমেশ্বর বলছেন, এবার আমি সক্রিয় হয়ে উঠব, দেখাব কত ক্ষমতাবান আমি।


তোমার শত্রুপক্ষ জানে না যে তুমি তাদের দণ্ড দান করবে হে প্রভু পরমেশ্বর, তাদের তুমি লজ্জায় ফেল, জর্জরিত হোক তারা নিদারুণ যন্ত্রণায়। তাদের জন্য তোমার নিরূপিত দণ্ড ভোগ করুক তারা। তুমি দেখিয়ে দাও তাদের, তোমার প্রজাদের কত ভালবাস তুমি।


সমুত্থিত হও, হে পৃথিবীর বিচারপতি, অহঙ্কারীদের অপকর্মের সমুচিত দণ্ড দাও।


প্রকাশ কর তোমার অনন্য প্রেম, কর উদ্ধার শত্রুর কবল থেকে তোমার শরণাগতদের।


ঈশ্বর কি বিরত হয়েছেন দয়া প্রদর্শনে? ক্রোধবশতঃ তিনি কি রুদ্ধ করেছেন তাঁর করুণার ধারা? সেলা


হে প্রভু পরমেশ্বর, আর কতকাল ভুলে থাকবে আমায়? চিরদিনই কি থাকবে আমায় ভুলে? আর কতকাল বিমুখ থাকবে আমার প্রতি?


হে প্রভু পরমেশ্বর, দেখাও তোমার পরাক্রম, বিচার কর জাতিবৃন্দের, খর্ব কর তাদের ঔদ্ধত্য।


জাগ্রত হও হে প্রভু পরমেশ্বর, রোষে উন্মত্ত আমার শত্রুদের বিরুদ্ধে কর উত্থান ক্রোধভরে। হে আমার আরাধ্য ঈশ্বর, জাগো, প্রতিষ্ঠিত কর তোমার প্রতিশ্রুত ন্যায় বিচার।


এস প্রভু পরমেশ্বর, উদ্ধার কর আমায়। দণ্ড দাও আমার শত্রুদের, কর তাদের শক্তিহীন।


শিমশোন পরমেশ্বরের কাছে বিনতি জানিয়ে বললেন, হে সর্বশক্তিমান প্রভু, আমার ঈশ্বর, আমাকে কৃপা কর। হে ঈশ্বর, অনুগ্রহ করে একটি বার, কেবলমাত্র একটি বার আমাকে শক্তি দাও যেন ফিলিস্তিনীদের উপর আমার দুই চোখের প্রতিশোধ এক বারেই নিতে পারি।


হে প্রভু পরমেশ্বর, চেয়ে দেখ, শত্রুর হাতে কী দারুণ লাঞ্ছনা আমার, উদ্ধার কর আমায় হে প্রভু পরমেশ্বর মৃত্যুর কবল থেকে,


হে প্রভু পরমেশ্বর! জাগো প্রতিরোধ কর, উচ্ছেদ কর ওদের। তোমার উদ্যত তরবারি রক্ষা করুক আমার প্রাণ দুর্বৃত্তের কবল থেকে!


তোমার শরণাগতদের সমর্পণ করো না বন্যপশুদের হাতে তোমার অনুগত এই দীন দুঃখীদের চিরকাল ভুলে থেক না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন