Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গালাতীয় 6:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 আমি যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টেরর ক্রুশ ছাড়া আর কোন কিছু নিয়ে গর্ব না করি, কারণ খ্রীষ্টের ক্রুশের দ্বারাই আমি সংসারের কাছে মৃত, এবং সংসার আমার কাছে মৃত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 কিন্তু আমাদের ঈসা মসীহের ক্রুশ ছাড়া আমি যে আর কোন বিষয়ে গর্ব করি, তা দূরে থাক; তারই দ্বারা আমার জন্য দুনিয়া এবং দুনিয়ার জন্য আমি ক্রুশবিদ্ধ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশ ছাড়া আমি আর যে কোনো বিষয়ে গর্ব করি, তা দূরে থাকুক, কারণ তাঁরই দ্বারা জগৎ আমার কাছে ও আমি জগতের কাছে ক্রুশার্পিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোন বিষয়ে শ্লাঘা করি, তাহা দূরে থাকুক; তাহারই দ্বারা আমার জন্য জগৎ, এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 শুধু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশ ছাড়া আমার গর্ব করার মতো কিছুই নেই। যীশুর ক্রুশীয় মৃত্যুর দ্বারা আমি জগতের কাছে ক্রুশবিদ্ধ আর জগত আমার কাছে ক্রুশবিদ্ধ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোন বিষয়ে গর্ব করি, তা দূরে থাকুক, তাঁর মাধ্যমেই আমার জন্য জগত এবং জগতের জন্য আমি ক্রুশে বিদ্ধ।

অধ্যায় দেখুন কপি




গালাতীয় 6:14
37 ক্রস রেফারেন্স  

আমরা জানি, আমাদের পুরাতন সত্তা তাঁর সঙ্গেই ক্রুশে আরোপিত হয়েছে যাতে আমাদের পাপ কলুষিত সত্তা বিলুপ্ত হয়, যেন পাপের দাসত্ব আর আমরা না করি।


এই যে আমি বেঁচে আছি, সে তো আমি নই, খ্রীষ্টই আমার মধ্যে বেঁচে আছেন। এখন দেহে আমার যে প্রাণ রয়েছে তা ঈশ্বরের পুত্রের উপর নির্ভর করেই বেঁচে আছে, যিনি আমাকে ভালবেসে আমার জন্য আত্মদান করেছেন।


আমি স্থির করেছিলাম যে তোমাদের কাছে থাকার সময় কেবলমাত্র যীশু খ্রীষ্ট, ক্রুশবিদ্ধ খ্রীষ্ট, ক্রুশবিদ্ধ খ্রীষ্ট ছাড়া আর কিছুতেই মন দেব না।


ওরা নয়, আমরাই প্রকৃত সুন্নত সংস্কারপ্রাপ্ত। আমরা ঈশ্বরের আত্মার প্রেরণায় আরাধনা করি, খ্রীষ্ট যীশুতে গর্ববোধ করি, বাহ্যিক অনুষ্ঠানের উপর নির্ভর করি না।


সুসমাচারের জন্য আমি গর্ববোধ করি কারণ এ হল ঈশ্বরের সেই শক্তি, যা সমস্ত ভক্তকে উদ্ধার করে। প্রথমে ইহুদী পরে অড়্যান্য সমস্ত জাতি এর দ্বারা উদ্ধার পায়।


যারা খ্রীষ্ট যীশুর আপনজন, তারা সমস্ত কামনা বাসনাসহ নিজের মানবসত্তাকে ক্রুশবিদ্ধ করেছে।


সুতরাং কোন মানুষ সম্পর্কে কেউ যেন গর্ব না করে। কারণ সব কিছুই তোমাদের জন্য-


অতএব প্রিয় বন্ধুগণ, তোমরা দৃঢ়প্রতিষ্ঠ হও, অবিচল থাক, প্রভুর কাজে সর্বদা তৎপর হও। তোমরা একথা জান যে প্রভুর জন্য তোমাদের পরিশ্রম কখনও নিষ্ফল হবে না।


ধনবাহুল্যে গর্বান্ধ শত্রুদলের আক্রমণে কখনও ভীত হব না আমি।


হে মর্ত্যমানব, আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি, সেই কথা টায়ারের রাজাকে গিয়ে বল, অহঙ্কারে মত্ত হয়ে তুমি নিজেকে দেবতা বলে দাবী করেছ। তুমি বলেছ, দেবতার মত তুমি সাগর পরিবৃত হয়ে সিংহাসনে সমাসীন। তুমি দেবতা হওয়ার ভাণ করতে পার কিন্তু তুমি দেবতা নও, তুমি মানবমাত্র।


আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে প্রভু যীশু খ্রীষ্ট বর্তমান মন্দ যুগ থেকে আমাদের উদ্ধারের উদ্দেশে আমাদের পাপের জন্য আত্মাহুতি দিলেন।


আর আমরা প্রচার করি ক্রুশবিদ্ধ খ্রীষ্টকে। এই প্রচার ইহুদীদের কাছে ব্যাঘাত স্বরূপ আর অন্যান্যদের কাছে মূর্খতা মাত্র।


না, কখনও না, পাপের পক্ষে যখন আমরা মৃত, তখন কি করে আমরা আবার পাপে লিপ্ত হব?


কিন্তু আমি যা করছি তা করেই যাব, কাজেকর্মে আমাদের সমকক্ষ বলে যারা দাবী করে এবং এ বিষয়ে গর্ব করে, তাদের দাবী আমি কিছুতেই স্বীকার করব না।


হে শক্তিধর মানব, আপন অপকর্মের জন্য কেন দম্ভ কর? জেন, ঈশ্বরের প্রেম চির-অবিচল।


তিনি এসে এই চাষীদের ধ্বংস করবেন এবং দ্রাক্ষাকুঞ্জটি অন্য চাষীদের কাছে বিলি করে দেবেন। তারা উপাখ্যানটি সুনে বলল, ঈশ্বর করুন, এমন যেন না হয়।


এখন খ্রীষ্টের মাধ্যমে ধার্মিক হতে গিয়ে আমরা যদি পাপী প্রতিপন্ন হই, তাহলে কি ধরে নিতে হবে যে খ্রীষ্ট পাপের সহায়ক? অসম্ভব!


বিধানের বিধিতেই আমার মৃত্যু হল এবং এই বিধিই আমাকে তার বন্ধন থেকে মুক্তি দিল যেন ঈশ্বরের জন্য জীবনধারণ করি। আমি খ্রীষ্টের সঙ্গে ক্রুশার্পিত হয়েছি।


বিধান কি তবে ঈশ্বরের প্রতিশ্রুতির বিরোধী? কখনও নয়। কিন্তু এমন বিধান যদি দেওয়া হত যার জীবনদানের ক্ষমতা আছে, তাহলে মানুষ সেই বিধানের দ্বারাই ধার্মিকতা লাভ করত।


কারণ অনেকের আচরণ প্রমাণ যে তারা খ্রীষ্টের শত্রু। একথা আমি আগে অনেকবার বলেছি এবং এখনও চোখের জলে বলছি,


তোমরা যদি খ্রীষ্টের সঙ্গে মৃত্যুবরণ করে জাগতিক অশুভ শক্তির কবল থেকে মুক্ত হয়ে থাক তাহলে তোমরা কেন এখনও জগতের রীতি অনুযায়ী জীবন যাপন করছ? কেন তোমরা বল, ‘এটা করো না, ওটা খেও না, সেটা ছুঁয়ো না'–?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন