Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গালাতীয় 5:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 একটুখানি খামির সমস্ত ময়দার তালকে গাঁজিয়ে তোলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 অল্প খামি ময়দার সমস্ত তালটিকে ফাঁপিয়ে তোলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 অল্প একটু খামির সমস্ত ময়দার তালকে তাড়িময় করে তোলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 অল্প তাড়ী সূজীর সমস্ত তাল তাড়ীময় করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 সাবধান হও! “সামান্য একটু খামির গোটা ময়দার তালকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 অল্প খামির সুজীর সমস্ত তাল খামিরে পরিপূর্ণ করে।

অধ্যায় দেখুন কপি




গালাতীয় 5:9
9 ক্রস রেফারেন্স  

তোমরা ভুল করো না, ‘কুসংসর্গে স্বভাব নষ্ট হয়’।


যীশু তাঁদের বললেন, সাবধান, ফরিশী আর হেরোদপন্থীদের খামির সম্পর্কে সতর্ক থেকো।


এ হল খামিরের মত। একটি স্ত্রীলোক যা নিয়ে তিন মণ ময়দার মধ্যে রেখে দিল। তাতে সব ময়দাটাই খামিরে মেতে গেল।


ইতিমধ্যে হাজার হাজার লোক জমায়েত হয়ে গেল। ভিড় এত বেশী হল যে একজন আর একজনের গায়ে পড়তে লাগল। যীশু প্রথমে তাঁর শিষ্যদের বলতে লাগলেন, ফরিশীদের খামির সম্বন্ধে সাবধান —এ হল ভণ্ডামি।


এসব কথাবার্তা বিষাক্ত ক্ষতের মত ছড়িয়ে পড়ে।


ওরে সর্পের দল!কেউটের বংশ! নরক দণ্ড এড়াবে কি করে?


তিনি তাদের আর একটি উপমা দিলেন, স্বর্গরাজ্য খামিরের মত, একজন স্ত্রীলোক যা নিয়ে তিন মণ ময়দার মধ্যে রাখল, পরে সমস্তটাই গেঁজে উঠল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন