Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গালাতীয় 5:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 কারণ আমরা পবিত্র আত্মার শক্তিতে বিশ্বাসের দ্বারা ধার্মিক গণ্য হবার আশায় অপেক্ষা করছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 কারণ আমরা পাক-রূহের দ্বারা ঈমানের মধ্য দিয়ে ধার্মিকতা লাভের প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 কিন্তু যে ধার্মিকতার আমরা প্রত্যাশা করি, তার জন্য আমরা বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার মাধ্যমে সাদর আগ্রহে অপেক্ষা করে আছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 কারণ আমরা আত্মার দ্বারা বিশ্বাস হেতু ধার্ম্মিকতার প্রত্যাশা-সিদ্ধির অপেক্ষা করিতেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 কিন্তু আমরা বিশ্বাসের দ্বারা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ বলে গণিত হবার জন্য অধীর আগ্রহে আত্মায় অপেক্ষা করছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কারণ আমরা পবিত্র আত্মার মাধ্যমে বিশ্বাস দিয়ে ধার্মিকতার আশা পূর্ণ হওয়ার অপেক্ষা করছি।

অধ্যায় দেখুন কপি




গালাতীয় 5:5
17 ক্রস রেফারেন্স  

আমি প্রতীক্ষা করি প্রভু পরমেশ্বরের, তাঁর সাহায্যের প্রতীক্ষায় ব্যাকুল আমার প্রাণ, তাঁর প্রতিশ্রুতিতেই আমার গভীর আস্থা।


এবং স্বর্গ থেকে তাঁর পুত্র যীশুর আগমনের প্রতীক্ষায় রয়েছ, যাঁকে ঈশ্বর মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, এবং যিনি আসন্ন ক্রোধের দণ্ড থেকে আমাদের রক্ষা করবেন।


আমার প্রাণ নীরবে শুধু ঈশ্বরেরই প্রতীক্ষা করে, কারণ তাঁরই উপর আমার সকল প্রত্যাশা।


ধর্মনিষ্ঠার পুরস্কার আমার জন্য তোলা রয়েছে। শেষের সেই দিনে ন্যায়বিচারক প্রভু আমাকে বিজয়মুকুট দেবেন —শুধু আমাকে নয়, যারা অধীর আগ্রহে তাঁর আবির্ভাবের প্রতীক্ষায় রয়েছে, তাদেরও দেবেন।


এবং সেই শুভ দিনের আশায় আছি যেদিন আমাদের পরম আরাধ্য এবং পরিত্রাতা যীশু খ্রীষ্টের মহিমা প্রকাশিত হবে।


চাই তাঁর সঙ্গে সংযুক্ত হতে। তখন শাস্ত্রবিধি পালনের দ্বারা অর্জিত নিজের ধার্মিকতার প্রয়োজন ফুরাবে, কেননা তখন পাব খ্রীষ্টে বিশ্বাসজনিত ধার্মিকতা। সেই বিশ্বাসলভ্য ধার্মিকতা ঈশ্বরের দান।


হে প্রভু পরমেশ্বর তোমার পরিত্রাণের প্রতীক্ষায় রয়েছি আমি।


তেমনি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের করুণা আধিপত্য লাভ করে এবং ধার্মিকতার পথে মানুষকে শাশ্বত জীবনে উত্তীর্ণ করে।


তোমাদের ঈশ্বরের করুণায় ফিরে এস তোমরা, তাঁর কাছে আনুগত্য ও ন্যায়বিচারের অনুশীলন কর, সর্বদা তোমরা ঈশ্বরের প্রতীক্ষায় থাক।


তোমার সত্যে আমাকে পরিচালিত কর, দীক্ষা দাও আমায় তোমারই সত্যে, কারণ তুমিই আমার ত্রাণেশ্বর আমি নিয়ত থাকি তোমারই প্রতীক্ষায়।


প্রভু তোমাদের হৃদয়ে ঈশ্বরের প্রেমের পূর্ণ শুদ্ধি ও খ্রীষ্টসুলভ ধৈর্য দান করুন।


সেইজন্য তাঁরই মাধ্যমে আমরা উভয়পক্ষ একই আত্মার পরিচালনায় পিতার কাছে সরাসরি যেতে পারি।


যারা তোমার প্রতীক্ষায় থাকে লজ্জিত হবে না তারা, লজ্জা পাবে তারাই যারা বিশ্বাস ভঙ্গ করে অকারণে।


এই জন্যই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আত্মপ্রকাশের প্রতীক্ষায় যারা আছ তাদের কোন আধ্যাত্মিক আশীর্বাদের অভাব হবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন