Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গালাতীয় 5:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 যদি আমরা আত্মার শক্তিতে জীবনধারণ করি, তাহলে এস, আত্মার বাধ্য হয়ে চলি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 আমরা যদি পাক-রূহের বশে জীবন ধারণ করি, তবে এসো, আমরা পাক-রূহের অধীনে চলাফেরা করি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 আমরা যেহেতু পবিত্র আত্মার বশে জীবনযাপন করি, এসো আমরা আত্মার সঙ্গে তাল মিলিয়ে চলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি, তবে আইস, আমরা আত্মার বশে চলি;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 সুতরাং আত্মাই যখন আমাদের নতুন জীবনের উৎস তখন এস আমরা আত্মার অধীনে চলি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 আমরা যদি পবিত্র আত্মার বশে জীবন ধারণ করি, তবে এস, আমরা আত্মার বশে চলি,

অধ্যায় দেখুন কপি




গালাতীয় 5:25
10 ক্রস রেফারেন্স  

তাই আমি বলি, পবিত্র আত্মার বাধ্য হয়ে চল তাহলে আর মানব প্রকৃতির চাহিদা মিটাতে হবে না।


একমাত্র ঈশ্বরের আত্মাই জীবনদায়ী। মানুষের শক্তির কোন সার্থকতা নেই। আমার মুখনিঃসৃত বাণীই একাধারে আত্মা ও জীবন।


কারণ খ্রীষ্ট যীশুতে নিহিত জীবনদায়ী আত্মিক বিধান তোমাকে পাপ ও মৃত্যুর বিধান থেকে অব্যাহতি দিয়েছে।


তিনি তাঁর নতুন নিয়মের কথা প্রচারের জন্য আমাদের যোগ্য করে তুলেছেন। এই নিয়ম লিখিত বিধান নয় কিন্তু আত্মিক সম্বন্ধ। কারণ লিখন আনে মৃত্যু কিন্তু আত্মায় আছে জীবন।


এই জন্যই মৃতদের কাছেও সুসমাচার প্রচারিত হয়েছিল যেন দৈহিকভাবে সাধারণ মানুষের মত দণ্ডিত হলেও, আত্মিকভাবে তারা ঐশ্বরিক জীবন লাভ করতে পারে।


খ্রীষ্ট যদি তোমাদের অন্তরে থাকেন তাহলে তোমরা ধার্মিকতা লাভ করবে এবং পাপের ফলে দৈহিকভাবে মৃত হলেও তোমরা জীবিত থাকবে।


শাস্ত্রে লেখা আছে, ‘প্রথম মানব আদম জীবন্ত প্রাণীরূপে সৃষ্ট হলেন’। কিন্তু শেষের ‘আদম’ হলেন জীবনদায়ী আত্মা।


কিন্তু সাড়ে তিন দিন পরে ঈশ্বর প্রেরিত প্রাণবায়ু তাঁদের দেহে প্রবেশ করল। তাঁরা উঠে দাঁড়ালেন। যারা তাঁদের দেখল তারা সকলেই মহাভয়ে তটস্থ হল।


ওরা নয়, আমরাই প্রকৃত সুন্নত সংস্কারপ্রাপ্ত। আমরা ঈশ্বরের আত্মার প্রেরণায় আরাধনা করি, খ্রীষ্ট যীশুতে গর্ববোধ করি, বাহ্যিক অনুষ্ঠানের উপর নির্ভর করি না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন