Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গালাতীয় 4:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 সেই হাগার হল আরব দেশের সিনাই পর্বাত, বর্তমান জেরুশালেমের প্রতীক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 আর এই হাজেরা আরব দেশস্থ তুর পর্বত; এবং সে এখনকার জেরুশালেমের সমতূল্য, কেননা সে নিজের সন্তানদের নিয়ে গালামী করছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 এখন হাগার হল আরবে স্থিত সীনয় পর্বতের প্রতীক এবং বর্তমানের জেরুশালেম নগরীর সঙ্গে সংগতিপূর্ণ, কারণ সে তার সন্তানদের নিয়ে দাসত্ববন্ধনে আবদ্ধ আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 আর এ হাগার আরব দেশস্থ সীনয় পর্ব্বত; এবং সে এখনকার যিরূশালেমের সমতুল্য, কেননা সে নিজ সন্তানগণের সহিত দাসত্বে রহিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 হাগার হলেন আরবের সীনয় পর্বতের মতো। তিনি বর্তমান ইহুদীদের জেরুশালেমের প্রতিরূপ, কারণ সেই জেরুশালেম তার লোকদের সাথে দাসত্বের বন্ধনে বদ্ধ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 আর এই হাগার আরব দেশের সীনয় পর্বত এবং সে এখনকার যিরূশালেমের অনুরূপ, কারণ সে তাঁর সন্তানদের সঙ্গে দাসত্বে আছে।

অধ্যায় দেখুন কপি




গালাতীয় 4:25
12 ক্রস রেফারেন্স  

তোমরা সিনাই পর্বতে দৃশ্যমান কোন প্রজ্বলিত অগ্নি, ঘোর অন্ধকার, প্রবল ঘূর্ণিঝড়,


জেরুশালেমে আমার পূর্ববর্তী প্রেরিত শিষ্যদের কাছেও গেলাম না। অবিলম্বে আমি চলে গেলাম আরব দেশে, তারপর ফিরে এলাম দামাস্কাসে।


হে গালীল নিবাসীবৃন্দ! কেন তোমরা এভাবে আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে আছ? যেমন ভাবে আজ যীশুকে স্বর্গে আরোহণ করতে দেখলে, ঠিক সেইভাবেই আবার তিনি ফিরে আসবেন।


তোমাকে ও তোমার দেওয়ালের বেষ্টনীর মধ্যে তোমার যত সন্তান আছে, সবাইকে তারা ধ্বংস করে ফেলবে। তোমার একটি পাথরের উপর আর একটি পাথর তারা রাখবে না। কারণ ঈশ্বরের অনুগ্রহ যখন তোমার কাছে এসেছিল, তখন তুমি তা গ্রাহ্য করনি।


জেরুশালেম, জেরুশালেম, তুমি নবীদের হত্যা করেছ, তোমার কাছে যাদের পাঠানো হয়েছিল, তাদের তুমি পাথর মেরেছ, পক্ষীমাতা যেমন তার ডানার তলায় বাচ্চাদের জড়ো করে রাখে তেমনি আমি কতবার তোমাদের একত্র করে রাখতে চেয়েছি, কিন্তু তোমরা থাকলে না।


জেরুশালেম, ওগো জেরুশালেম, তুমি নবীদের হত্যা করেছ এবং তোমার কল্যাণের জন্য যাঁরা প্রেরিত হয়েছিলেন, তাঁদের করেছ প্রস্তরাঘাত। পক্ষীজননী যেমন নিজের ডানার নীচে তার শাবকদের জড়ো করে রাখে, তেমনি কতবার আমি তোমার সন্তানদের একত্র করতে চেয়েছি, কিন্তু তা তুমি করতে দাওনি।


লক্ষ লক্ষ প্রকাণ্ড রথসহ আগমন করেছিলেন প্রভু পরমেশ্বর তাঁর পবিত্র পীঠস্থানে সিনাই পর্বত থেকে


ধরণী হয়েছিল প্রকম্পিত, আকাশ করেছিল বর্ষণ বারিধারা, হে ঈশ্বর তোমার আবির্ভাবে। ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, যিনি ইসরায়েলের সঙ্গে সন্ধিচুক্তিতে আবদ্ধ, তাঁর আগমনে কম্পিত হয়েছিল সিনাই পর্বত।


তুমিই ইসরায়েলের সেই আরাধ্য ঈশ্বর যাঁর উপস্থিতিতে সিনাই হয়েছিল শিহরিত, তোমারই সাক্ষাতে গিরিরাজী হল কম্পিত।


সিনাই পাহাড়ে হল প্রভুর আগমন, সেয়ীরে তিনি উদিত হলেন আমাদের মাঝে পারাণ পর্বতে তিনি প্রকাশ করলেন নিজেকে। অগণিত পবিত্র বাহিনী ছিল তাঁর সঙ্গে ছিল তাঁর দক্ষিণপার্শ্বে দীপ্যমান।


এর একটা রূপক অর্থ আছেঃ এই নারীরা হল দুটি চু্ক্তির প্রতীক। একটি সিনাই পর্বতে হাগারের সঙ্গে সম্পাদিত। দাসত্বে আবদ্ধ করাই ছিল সেই চুক্তির উদ্দেশ্য।


কিন্তু স্বর্গীয় জেরুশালেম স্বাধীন, সে-ই আমাদের জননী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন