Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গালাতীয় 4:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তোমাদের জন্য কারো সহানুভূতি যদি সবসময় সদুদ্দেশ্যে হয় তবে তা ভাল, কিন্তু তা যেন শুধু আমি যখন উপস্থিত থাকি, তখনকার জন্য না হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 অবশ্য যত্ন করা ভাল যদি তা সৎ উদ্দেশ্যে করা হয়; কেবল তোমাদের কাছে আমার উপস্থিতির কালে নয়, কিন্তু সব সময়ই উত্তম বিষয়ে যত্ন করা ভাল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 কেবলমাত্র তোমাদের মধ্যে যখন উপস্থিত থাকি তখন নয়, কিন্তু সব সময়ের জন্য সঠিক উদ্দেশ্য নিয়ে আগ্রহী হওয়া ভালো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 কেবল তোমাদের নিকটে আমার উপস্থিতি-কালে নয়, কিন্তু সর্ব্বদাই উত্তম বিষয়ে সযত্নে অন্বেষিত হওয়া ভাল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 অবশ্য আগ্রহ দেখানো ভাল কেবল যদি সৎ‌ উদ্দেশ্যে তা করা হয়। আমি যখন তোমাদের মধ্যে উপস্থিত থাকি কেবল তখনই নয় বরং সবসময়েই তা থাকা ভাল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 শুধু তোমাদের কাছে আমার উপস্থিতির দিন নয়, কিন্তু সবদিন ভালো বিষয়ে সযত্নে খোঁজ নেওয়া ভাল,

অধ্যায় দেখুন কপি




গালাতীয় 4:18
13 ক্রস রেফারেন্স  

সুতরাং প্রিয় বন্ধুগণ, আমি যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমরা যেমন সর্বদা বাধ্য ছিলে, আমরা অবর্তমানেও তেমনি বাধ্য থাকবে। সসম্ভ্রমে কম্পিত হৃদয়ে তোমরা নিজের নিজের পরিত্রাণের জন্য সক্রিয় হও।


আমি যাদের ভালবাসি তাদের শাসন ও সংশোধন করি। সুতরাং সচেষ্ট হও, মন পরিবর্তন কর।


আমাদের সকল অধর্ম থেকে মুক্ত করার জন্য তিনি আত্মদান করেছেন যেন শুচিশুদ্ধ হয়ে আমরা তাঁর আপনজন হিসাবে সাগ্রহে সৎকাজ করতে পারি।


কেবল তোমাদের আচরণ যেন খ্রীষ্টের সুসমাচার সম্মত হয়। আমি তোমাদের কাছে আসতে পারি বা না পারি, আমি যেন লোকের মুখে শুনি যে তোমরা এক প্রাণ এক মন হয়ে সুসমাচারে তোমাদের স্থির বিশ্বাসের জন্য সংগ্রাম করছ।


তোমরা জান, আমি প্রথমবার অসুস্থ হয়ে পড়ায় তোমাদের কাছে এসেছিলাম, তখন সুসমাচার প্রচারের সুযোগ পেয়েছিলাম।


অতএব প্রিয় বন্ধুগণ, তোমরা দৃঢ়প্রতিষ্ঠ হও, অবিচল থাক, প্রভুর কাজে সর্বদা তৎপর হও। তোমরা একথা জান যে প্রভুর জন্য তোমাদের পরিশ্রম কখনও নিষ্ফল হবে না।


আমার শত্রুরা অগ্রাহ্য করেছে তোমার বিধান, তাই বাক্‌রোধ হয়েছে আমার


যীশুর শিষ্যদের মনে পড়ল শাস্ত্রের কথা, ‘তোমরা মন্দিরের পরিচর্যার আকুল আগ্রহ আমায় করেছে অস্থির।’


তিনি পরিধান করলেন ন্যায়বিচারের বর্ম, মাথায় পরলেন পরিত্রাণের শিরস্ত্রাণ। দুষ্ট দমনে তিনি হয়ে উঠলেন খড়গহস্ত, অন্যায়ের প্রতিকারে দৃঢ় প্রতিজ্ঞ।


তোমার মন্দিরের পরিচর্যার আকুল আগ্রহ আমায় করেছে অস্থির, তোমার নিন্দুকের অপবাদ বর্ষিত আমার উপরে।


ইচ্ছে হয়, এই মুহূর্তে তোমাদের কাছে গিয়ে ভিন্ন সুরে কথা বলি, কারণ তোমাদের নিয়ে আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না।


তারা তোমাদের মন জয় করতে চায় কিন্তু তাদের উদ্দেশ্য সৎ নয়। তারা আসলে আমার কাছ থেকে তোমাদের বিচ্ছিন্ন করে রাখতে চায় যাতে তোমরা তাদের অনুগত হয়ে ওঠ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন