Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গালাতীয় 3:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 কাজেই জেনে রাখ, বিশ্বাস যাদের অবলম্বন তারাই অব্রাহামের সন্তান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 অতএব জেনো, যারা ঈমান অবলম্বন করে তারাই ইব্রাহিমের সন্তান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তাহলে বুঝে নাও, যারা বিশ্বাস করে, তারাই অব্রাহামের সন্তান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 অতএব জানিও, যাহারা বিশ্বাসাবলম্বী, তাহারাই অব্রাহামের সন্তান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তোমাদের জানা ভাল, যে যারা বিশ্বাসের পথে চলে তারাই অব্রাহামের প্রকৃত সন্তান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 অতএব জেনো, যারা বিশ্বাস করে, তারাই অব্রাহামের সন্তান।

অধ্যায় দেখুন কপি




গালাতীয় 3:7
11 ক্রস রেফারেন্স  

অব্রাহামের মত বিশ্বাসই যাদের অবলম্বন তারা তাঁরই মত আশীর্বাদ লাভ করে।


যিনি আমাদের প্রভু যীশুকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছেন, আমরা তাঁর উপরে আমাদের বিশ্বাস ন্যস্ত করেছি। তা-ই আমাদের পক্ষে ধার্মিকতা বলে গণ্য হবে।


জেন, প্রভু পরমেশ্বরই আমাদের আরাধ্য ঈশ্বর, তিনিই স্রষ্টা আমাদের, আমরা তাঁরই। আমরা তাঁর প্রজা, তাঁর চারণের মেষ।


তারা উত্তর দিল, অব্রাহাম আমাদের পিতা। যীশু বললেন, তোমরা যদি অব্রাহামের সন্তান হতে তাহলে অব্রাহাম যা করেছিলেন তোমরাও তাই-ই করতে।


যীশু তাকে বললেন, এই পরিবারটি আজ পরিত্রাণ লাভ করল, এই ব্যক্তিই অব্রাহামের প্রকৃত সন্তান।


ঠিক তেমনি যখন তোমরা দেখবে এই সমস্ত ঘটনা ঘটছে, তখন জেনো ঈশ্বরের রাজ্য আগতপ্রায়।


তোমরা জেনো যে আমাদের ভ্রাতা তিমথি কারামুক্ত হয়েছেন। তিনি যদি অবিলম্বে আসেন তাহলে আমি তাঁর সঙ্গে তোমাদের দেখতে যাব।


এই বিধি যারা মেনে চলে, তাদের উপরে এবং ঈশ্বরের মনোনীত সকলের উপরে বিরাজ করুক শান্তি ও করুণা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন