Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গালাতীয় 3:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 যাঁর ঐশ্বর্য থেকে তোমরা আত্মা পেয়েছ এবং যাঁর পরাক্রমে অলৌকিক কার্য সাধিত হয়েছে, তা কি বিধান পালন, না সুসমাচার শুনে বিশ্বাস করার ফলশ্রুতি?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 বল দেখি, যিনি তোমাদের পাক-রূহ্‌ যুগিয়ে দেন ও তোমাদের মধ্যে কুদরতি-কাজ সাধন করেন, তিনি কি শরীয়ত পালনের জন্য তা করেন? না কি সুখবরের যে বার্তা শুনেছিল সেজন্য করেন?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 ঈশ্বর তোমাদের তাঁর আত্মা দান করেন ও তোমাদের মধ্যে অলৌকিক সব কাজ করেন, কারণ তোমরা বিধান পালন করো বলে নাকি যা শুনেছিলে, তা বিশ্বাস করেছ বলে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 বল দেখি, যিনি তোমাদিগকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম-কার্য্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্য্য হেতু তাহা করেন? না বিশ্বাসের বার্ত্তা শ্রবণ হেতু?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তোমরা বিধি-ব্যবস্থা পালন করেছিলে বলেই কি ঈশ্বর তোমাদের পবিত্র আত্মা দিয়েছিলেন এবং তোমাদের মধ্যে অলৌকিক কাজ করেছিলেন, না তোমরা সুসমাচার শুনে বিশ্বাস করেছিলে বলে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 অতএব, যিনি তোমাকে পবিত্র আত্মা জুগিয়ে দেন ও তোমাদের মধ্যে আশ্চর্য্য কাজ সম্পন্ন করেন, তিনি কি ব্যবস্থার কাজের জন্য তা করেন? না বিশ্বাসের সুসমাচার শ্রবণের জন্য?

অধ্যায় দেখুন কপি




গালাতীয় 3:5
14 ক্রস রেফারেন্স  

শুধু একটি বিষয় আমি তোমাদের কাছে জানতে চাই: তোমরা কি বিধান পালন করে পবিত্র আত্মাকে পেয়েছিলে, না সুসমাচারে বিশ্বাস করে পেয়েছিলে?


খ্রীষ্ট আমার মধ্য দিয়ে কথা বলেন কি না তার প্রমাণ তোমরা চাইছ? তেআমরা তাঁর কোন অক্ষমতা দেখনি বরং তোমরা তাঁর শক্তির পরিচয়ই পেয়েছ।


পৌল ও বারনাবাস সেখানে অনেক দিন কাটালেন এবং নির্ভীক দৃঢ়তায় প্রভুর ওপর বিশ্বাস করে প্রকাশ্যে প্রচার করতে লাগলেন। প্রভু তাঁদের মাধ্যমে নানা অলৌকিক কার্য সাধন করে তাঁর অনুগ্রহের শুভবার্তার সত্যতা প্রমাণিত করলেন।


অত্যন্ত ধৈর্যের সঙ্গে তোমাদের মধ্যে আমি ঈশ্বরের শক্তিতে যেসব অলৌকিক কাজ করেছি তা থেকেই তোমরা প্রমাণ পেয়েছ যে আমি প্রকৃতই প্রেরিত শিষ্য।


আমাদের যুদ্ধের হাতিয়ার এ জগতের নয়, ঐশী শক্তি সম্পন্ন সেই হাতিয়ার প্রতিরোধের দুর্গ ভেঙ্গে ফেলার ক্ষমতা রাখে।


তাহলে আত্মিক বিধানের প্রতিষ্ঠা কি আরও বেশি গৌরবের মাঝে হবে না?


কাউকে দেন অলৌকিক কার্যসাধনের ক্ষমতা, কাউকে দেন নবীর বূমিকা, আবার কাউকে দেন সু এবং কু আত্মা চিনে নেবার শক্তি, কাউকে দেন বিভিন্ন ভাষায় কথা বলার শক্তি এবং কাউকে দেন সেই ভাষার অর্থ বিশ্লেষণ করার বুদ্ধি।


সুসমাচারের বাণী শুনেই বিশ্বাস উৎপন্ন হয়, খ্রীষ্ট বিষয়ক প্রচারই সেই সুসমাচার।


যিনি চাষীকে বীজ এবং সকলকে অন্ন জোগান, তিনিই তোমাদের বীজের ভাণ্ডার পূর্ণ রাখবেন, তোমাদের বদান্যতার ফসল প্রচুর পরিমাণে বৃদ্ধি করবেন।


আমি আরও আনন্দিত হব কারণ আমি জানি, তোমাদের প্রার্থনা এবং যীশু খ্রীষ্টের আত্মার সহায়তায় এসব কিছুই আমার মুক্তির পক্ষে কার্যকরী হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন