Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গালাতীয় 3:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 তোমরা যতজন খ্রীষ্টের নামে দীক্ষিত হয়েছ, সকলেই নববস্ত্রের ন্যায় খ্রীষ্টকে পরিধান করেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 কারণ তোমরা যত লোক মসীহের উদ্দেশে বাপ্তিস্ম নিয়েছ, সকলে মসীহ্‌কে পরিধান করেছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 কারণ তোমরা সকলে যারা খ্রীষ্টে বাপ্তাইজিত হয়েছ, তারা সকলে খ্রীষ্টকে পরিধান করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 কারণ তোমরা যত লোক খ্রীষ্টের উদ্দেশে বাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রীষ্টকে পরিধান করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 কারণ তোমরা যত লোক খ্রীষ্টের উদ্দেশ্যে বাপ্তিষ্ম নিয়েছ, সবাই খ্রীষ্টকে পরিধান করেছ।

অধ্যায় দেখুন কপি




গালাতীয় 3:27
20 ক্রস রেফারেন্স  

ধারণ কর প্রভু যীশু খ্রীষ্টের রণসজ্জা, পরিহার কর জৈব প্রবৃত্তি চরিতার্থ করার বাসনা।


ইহুদী কি গ্রীক, ক্রীতদাস কি স্বাধীন নির্বিশেষে আমরা সকলেই একই আত্মার দ্বারা দীক্ষিত হয়ে একই দেহের অঙ্গ হয়েছি এবং একই আত্মার অমৃতধারা আমরা সকলে পান করেছি।


বাপ্তিষ্ম এই ঘটনার প্রতিরূপ যার দ্বারা তোমরা এখন উদ্ধার লাভ কর। এই বাপ্তিষ্ম দেহের মলিনতা অপসারণের জন্য নয় কিন্তু এ হচ্ছে ঈশ্বরের কাছে নিষ্কলুষ আত্মনিবেদন স্বরূপ, যীশু খ্রীষ্টের পুনরুত্থানের গুণেই এসব কার্যকরী হয়।


এবং ঈশ্বরের সাদৃশ্যে ধর্মনিষ্ঠ, সত্যসন্ধ, শুচিশুদ্ধ নূতন সত্তা তোমরা ধারণ কর।


পিতর তাদের বললেন, তেআমরা প্রত্যেকে পাপের পথ ত্যাগ কর এবং যীশু খ্রীষ্টের নামে বাপ্তিষ্ম গ্রহণ কর। তাহলে তোমরা পাপের ক্ষমা পাবে ও ঈশ্বরের দানস্বরূপ পবিত্র আত্মা লাভ করবে।


ঈশ্বরের সেই ধার্মিকতা খ্রীষ্টের প্রতি বিশ্বাসের মধ্য দিয়েই নির্বিশেষে সকল বিশ্বাসী ভক্তের জন্যই দেওয়া হয়েছে।


জেরুশালেম উল্লসিত মহা আনন্দে, পরিয়েছেন তাকে প্রভু পরমেশ্বর মহার্ঘ বসন, বিবাহ বাসরে বরের মত, বিবাহের সাজে সজ্জিত বধূর মত ভূষিত করেছেন তাকে পরিত্রাণ ও বিজয়ের অমূল্য ভূষণে।


ধার্মিকতা ছিল আমার অঙ্গের বসন, ন্যায়বিচার ছিল আমার পরিচ্ছদ ও উষ্ণীষ স্বরূপ।


কারণ তখনও পর্যন্ত তাদের মধ্যে কেউ পবিত্র আত্মা লাভ করেনি। তারা শুধু মাত্র তখন প্রভু যীশুর নামে বাপ্তিষ্ম গ্রহণ করেছিল।


সঙ্গে সঙ্গে মাছের আঁশের মত একটা জিনিষ শৌলের চোখ থেকে খসে পড়ল। তিনি দৃষ্টি ফিরে পেলেন। পরে তিনি বাপ্তিষ্ম গ্রহণ করার পর


কিন্তু তার বাবা ভৃত্যদের ডেকে বললেন, শিগ্‌গির সবচেয়ে ভালো পোষাকটি এনে একে পরিয়ে দাও, এর হাতে আংটি ও পায়ে জুতো পরিয়ে দাও।


এইভাবে তাঁরা মোশির অনুগামীরূপে মেঘ ও সাগরজলে দীক্ষিত হয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন