Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গালাতীয় 1:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 সর্বযুগে সকল মহিমা তাঁরই। আমেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 যুগপর্যায়ের যুগে যুগে আল্লাহ্‌র মহিমা হোক। আমিন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 চিরকাল তাঁর মহিমা হোক। আমেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 যুগপর্য্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হউক। আমেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক্। আমেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 যুগপর্য্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক। আমেন।

অধ্যায় দেখুন কপি




গালাতীয় 1:5
23 ক্রস রেফারেন্স  

কারণ সর্ববস্তু তাঁরই সৃষ্ট, তাঁরই মাধ্যমে এবং তাঁরই জন্য এই সৃষ্টির অস্তিত্ব। সকল মহিমা ও পরাক্রম যুগে যুগে তাঁরই। আমেন।


আমাদের সেই একমাত্র মুক্তিদাতা ঈশ্বরের কাছে প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে অনাদি মহিমা, মহত্ত্ব, শক্তি এবং ক্ষমতা অনন্তকাল অর্পিত হোক। আমেন।


চিরধন্য হোক তাঁর গৌরবান্বিত নাম, তাঁর মহিমায় পরিপূর্ণ হোক এ পৃথিবী, আমেন, আমেন।


তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করেলন, “ঈশ্বরকে সম্ভ্রম কর, তাঁর মর্যাদা স্বীকার কর, কারণ তাঁর বিচাররে লগ্ন সমুপস্থিত। স্বপর্গ, মর্ত্য, সমুদ্র ও জলধির সমস্ত উৎসের স্রষ্টা যিনি তাঁরই আরাধনা কর।”


‘আমেন। স্তুতি, মহিমা, প্রজ্ঞা, কৃতজ্ঞতা, গৌরব, পরাক্রম ও শক্তি যুগে যুগে কালে কালে আমাদের ঈশ্বরের উদ্দেশেই হোক নিবেদিত। আমেন!’


তাঁরা উচ্চকণ্ঠে গাইছিলেনঃসেই নিহত মেষশাবকইক্ষমতা, ঐশ্বর্য, প্রজ্ঞা, পরাক্রমগৌরব, মহিমা ও প্রশস্তি গ্রহণের যোগ্য।”


বরং আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের অনুগ্রহে ও জ্ঞানে তোমরা পরিপুষ্ট হতে থাক। তাঁরই মহিমা হোক এখন ও চিরকাল। আমেন।


যুগে যুগে চিরকাল বিরাজিত হোক তাঁরই আধিপত্য। আমেন।


প্রভুই আমায় সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এবং নিরাপদে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। সর্বযুগে সকল মহিমা তাঁরই। আমেন।


যিনি সর্বকালের রাজা, অক্ষয়, অদৃশ্য, অনন্য পরমেশ্বর, তিনি যুগে যুগে সমাদৃত এবং মহিমান্বিত হোন।


আমাদের ঈশ্বর ও পিতা যুগে যুগে হোন মহিমান্বিত। আমেন।


যেন আমরা যারা প্রথমে খ্রীষ্টের উপর ভরসা করেছি, সেই আমাদের দ্বারাই তাঁর মহিমা কীর্তিত হয়।


ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমামর্ত্যলোকে তাঁর প্রীতিভাজনমানবের মাঝে বিরাজ করুক শান্তি।


এবং যে সব আদেশ আমি তোমাদের দিয়েছি সে সব পালন করতে তাদের শিক্ষা দাও। আর জেনে রেখো, যুগান্ত পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি।


আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা কর।


হে সুদূরের দেশবাসীগণ গাও প্রভু পরমেশ্বরের গৌরব ও গুণগান!


পূর্বদেশবাসী তাঁর মহিমা কীর্তন করবে। সমুদ্রের উপকুলবাসী ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের স্তবগান করবে।


তুমি ধন্য হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, অনাদিকাল থেকে অনন্তকাল অবধি! আমেন! আমেন!


হে আমাদের ঈশ্বর, তোমায় আমরা কৃতজ্ঞতা জানাই, তোমার গৌরবপবূর্ণ নামে স্তবের অর্ঘ নিবেদন করি।


সুতরাং কোনো খাদ্য যদি আমার ভ্রাতার বিঘ্নস্বরূপ হয় তাহলে সেই খাদ্য আমি কখনও গ্রহণ করব না, যেন আমার জন্য আমার ভ্রাতার পতন না হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন