গালাতীয় 1:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)13 ইহুদী নীতি অনুযায়ী আমি কেমন জীবন যাপন করতাম তা তোমরা শুনেছ, আমি ঈশ্বরের মণ্ডলীকে কি নিদারুণভাবে নির্যাতন করতাম ও কিভাবে তার উচ্ছেদের চেষ্টা করতাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 ইহুদী-ধর্ম পালন করার সময় তোমরা তো আমার আগেকার আচার ব্যবহারের কথা শুনেছ; আমি আল্লাহ্র মণ্ডলীকে ভীষণভাবে নির্যাতন করতাম ও তা উৎপাটন করতাম; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 কারণ ইহুদি ধর্মে আমার অতীত জীবনের কথা তোমরা তো শুনেছ। ঈশ্বরের মণ্ডলীকে আমি কী মারাত্মকরূপে অত্যাচার ও ধ্বংস করার চেষ্টা করতাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তোমরা ত যিহূদী-ধর্ম্মে আমার পূর্ব্বকার আচার ব্যবহারের কথা শুনিয়াছ; আমি ঈশ্বরের মণ্ডলীকে অতিমাত্র তাড়না করিতাম ও তাহা উৎপাটন করিতাম; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তোমরা তো শুনেছ আমি আগে কেমন জীবনযাপন করতাম। আমি ইহুদী ধর্মমতাবলম্বী ছিলাম। আমি নির্মমভাবে ঈশ্বরের মণ্ডলীকে নির্যাতন করে তা ধ্বংস করতে চেষ্টা করেছিলাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তোমরা তো যিহুদী ধর্মে আমার আগের আচার ব্যবহারের কথা শুনেছ; আমি ঈশ্বরের মণ্ডলীকে অতি তাড়না ও বিধ্বস্ত করতাম; অধ্যায় দেখুন |