Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 9:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কিন্তু কয়েক জন লোক এক ব্যক্তির শব স্পর্শ করে অশুচি হওয়ায় সেদিন তারণোৎসব পালন করতে পারল না। তারা সেদিন মোশি ও হারোণের কাছে এসে বলল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 কিন্তু কয়েকজন লোক একটি মানুষের মৃত লাশ স্পর্শ করে নাপাক হওয়াতে সেদিন ঈদুল ফেসাখ পালন করতে পারল না; অতএব তারা সেদিন মূসা ও হারুনের সম্মুখে উপস্থিত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 কিন্তু তাদের মধ্যে কয়েকজন একটি মৃতদেহ স্পর্শ করায় আনুষ্ঠানিকভাবে অশুচি হয়েছিল। তাই তারা সেইদিন নিস্তারপর্ব পালন করতে পারেনি। তারা সেদিনই মোশি ও হারোণের কাছে এল

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 কিন্তু কয়েক জন লোক একটী মানুষের শব স্পর্শ করায় অশুচি হওয়া প্রযুক্ত সেই দিন নিস্তারপর্ব্ব পালন করিতে পারিল না; অতএব তাহারা সেই দিন মোশির ও হারোণের সম্মুখে উপস্থিত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 কিন্তু কিছু লোক ঐ দিনটিকে নিস্তারপর্বের পবিত্র দিন হিসেবে উদ্‌যাপন করতে পারে নি। তারা অশুচি ছিল, কারণ তারা একটা মৃতদেহ স্পর্শ করেছিল। সুতরাং তারা ঐ দিনে মোশি এবং হারোণের কাছে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কয়েক জন লোক একটি মানুষের মৃতদেহ স্পর্শ করে অশুচি হওয়ার জন্য সেই দিন নিস্তারপর্ব্ব পালন করতে পারল না; অতএব তারা সেদিন মোশির ও হারোণের সামনে উপস্থিত হল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 9:6
16 ক্রস রেফারেন্স  

এরা মোশি, পুরোহিত ইলিয়াসর সমস্ত গোষ্ঠী প্রধান ও জনমণ্ডলীর সাক্ষাতে সম্মিলন শিবিরের দ্বারে এসে বলল,


মোশি তাঁর শ্বশুরকে বললেন, লোকে আমার কাছেই ঈশ্বরের নির্দেশ জানতে আসে।


খোলা মাঠে যদি কেউ অস্ত্রের আঘাতে নিহত বা স্বাভাবিক ভাবে মৃত ব্যক্তির শব স্পর্শ করে, কিংব মানুষের হাড় বা কবর স্পর্শ করে তবে সে সাত দিন অশুচি থাকবে।


কেউ যদি মৃতদেহ স্পর্শ করে তবে সাতদিন সে অশুচি থাকবে।


তুমি ইসরায়েলীদের নির্দেশ দাও যেন তারা তাদের ছাউনি থেকে কুষ্ঠ ও প্রমেহ রোগগ্রস্ত সমস্ত লোককে এবং মৃতের সংস্পর্শে অশুচি লোকদের বার করে দেয়।


ভোর বেলায় কায়াফার কাছ থেকে যীশুকে নিয়ে যাওয়া হল রাজ্যপালের প্রাসাদে। ইহুদীরা অশুচি হবে এবং তারণোৎসবের ভোজ খেতে পারবে না এই ভয়ে তারা নিজেরা প্রাসাদে ঢুকল না।


পরে কোন শুচি ব্যক্তি এসোবপত্রগুচ্ছ নিয়ে সেই জলে ডুবিয়ে ঐ ছাউনির উপর এবং সেখানকার সমস্ত জিনিসপত্র ও লোকজনের উপর ছিটিয়ে দেবে। মানুষের হাড়, নিহত বা স্বাভাবিক ভাবে মৃত ব্যক্তির শব কিংবা কবর যে স্পর্শ করবে তার উপরেও সেই জল ছিটিয়ে দিতে হবে।


তারা স্থায়ীভাবে লোকের বিচার-সালিশী করতে লাগল। কোন কঠিন সমস্যা দেখা দিলে তারা তা মোশির কাছে উপস্থিত করত, কিন্তু ছোটখাট ব্যাপারের নিষ্পত্তি তারা নিজেরাই করে নিত।


তুমি আমার কথা শোন, আমি তোমাকে সুপরামর্শই দেব, আর ঈশ্বরও তোমার সঙ্গে থাকবেন। তুমি হবে ঈশ্বরের কাছে জনসাধারণের প্রতিনিধি। তুমিই তাদের সমস্ত সমস্যা ঈশ্বরের কাছে উপস্থিত করবে।


মোশি তখন প্রভু পরমেশ্বরের কাছে তাদের সমস্যা উপস্থিত করলেন।


যারা তাকে কাঠ কুড়াতে দেখেছিল তারা তাকে ধরে মোশি ও হারোণের তথা সমগ্র জনমণ্ডলীর কাছে নিয়ে এল।


সে মন্দির ছেড়ে বাইরে যাবে না এবং আপন ঈশ্বরের মন্দির অপবিত্র করবে না। কারণ সে ঈশ্বরনির্দিষ্ট অভিষেক তৈল সিঞ্চনে পবিত্রীকৃত হয়েছে। আমি প্রভু পরমেশ্বর।


আমরা এক ব্যক্তির মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়েছি, কিন্তু তাই বলে আমরা অন্যান্য ইসরায়েলীদের সঙ্গে নির্দিষ্ট সময়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করতে পারল না কেন?


ছাউনির মধ্যে কোন লোক মারা গেলে সেই ছাউনিতে যারা প্রবেশ করবে এবং সেখানে যারা বাস করে তারা সকলেই সাতদিন অশুচি থাকবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন