Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 9:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 প্রতিদিনই এরকম হত। দিনের বেলা শিবিরটি মেঘে ঢাকা থাকত, রাত্রে আগুনের আভা সেটিকে ঘিরে রাখত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 প্রতিদিন এরকম হত; মেঘ তা আচ্ছাদন করতো, আর রাতে আগুনের আকার দেখা যেত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 সেইরকমই নিত্য হত, মেঘ তা আবৃত করত এবং রাত্রিবেলা সেই মেঘ অগ্নিসদৃশ তা প্রত্যক্ষ হত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 এইরূপ নিত্য হইত; মেঘ উহা আচ্ছাদন করিত, আর রাত্রিতে অগ্নির আকার দেখা যাইত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 মেঘটি সমস্তক্ষণ পবিত্র তাঁবু আবৃত করত এবং রাত্রে সেটাকে আগুনের মতো দেখাতো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 এইরকম রোজ হত; মেঘ সমাগম তাঁবু ঢেকে দিত, আর রাত্রিতে আগুনের আকার দেখা যেত।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 9:16
13 ক্রস রেফারেন্স  

মেঘস্তম্ভ হয়ে দিবাকালে তুমি হয়েছ পথের দিশারী, রাত্রিকালে অগ্নিস্তম্ভ হয়ে তুমি হয়েছ তাদের পথের আলো।


তখন আমি সিংহাসন থেকে উচ্চকণ্ঠে ঘোষিত এই বাণী শুনলাম:দেখ, মানুষের মাঝেপ্রভু পরমেশ্বরের আবাসতিনি তাদের সঙ্গে বাস করবেন,তারা হবে তাঁর প্রজা।পরমেশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেনহবেন তাদের ঈশ্বর।


অর্থাৎ খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর নিজের সঙ্গে জগতের মিলন ঘটালেন, মানুষের কৃত অপরাধ তাদের বিরুদ্ধে গণ্য করলেন না। এবং তিনি এই মিলনের বার্তা ঘোষণার দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করলেন।


বন্ধুগণ, আমি চাই, তোমরা একথা জেনে রাখ যে আমাদের পূর্বপুরুষেরা সকলেই সেই মেঘপুঞ্জের রক্ষণাধীন ছিলেন এবং সকলেই লোহিত সাগর পার হয়েছিলেন।


মেঘ বিস্তার করে তিনি রচনা করলেন আচ্ছাদন, রাত্রে আলোকের জন্য দিলেন অগ্নিশিখা।


দিনে মেঘপুঞ্জ ও রাত্রে অগ্নিশিখার দ্বারা তিনি তাদের করতেন পথপ্রদর্শন।


তবুও তুমি তাদের করনি পরিত্যাগ সেই মরুদেশে তোমার করুণার নেই কোন শেষ। নাওনি সরিয়ে তুমি মেঘস্তম্ভ অথবা স্তম্ভ অগ্নির যা তাদের দেখাত পথ দিবসে-নিশীথে।


যিনি তোমাদের যাত্রাপথে শিবির স্থাপনের উপযুক্ত স্থান খুঁজে বার করার জন্য তোমাদের অগ্রগামী হয়ে রাত্রে অগ্নিস্তম্ভ ও দিনে মেঘপুঞ্জের দ্বারা তোমাদের পথ প্রদর্শন করতেন।


ইসরায়েলীদের সমগ্র যাত্রাপথে তাদের সকলের দৃষ্টিগোচরে শিবিরের উপরে দিনে প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক মেঘপুঞ্জ বিরাজ করত এবং রাত্রে তার মধ্যে দেখা যেত অগ্নিশিখা।


তখন একখণ্ড মেঘ এসে সম্মিলন শিবিরটিকে আবৃত করল এবং প্রভু পরমেশ্বরের মহিমায় সমগ্র শিবির পরিপূর্ণ হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন