Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 8:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 কারণ মানুষ বা পশু ইসরায়েলীদের সব কিছুই গর্ভের প্রথম সন্তান আমার প্রাপ্য। যেদিন আমি মিশরের সমস্ত প্রথম গর্ভের সন্তানদের সংহার করেছিলাম সেই দিনই আমি নিজের জন্য তাদের পৃথক ও পবিত্র করেছিলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 কেননা মানুষ হোক কিংবা পশু হোক, বনি-ইসরাইলদের সমস্ত প্রথমজাত আমার; যে দিনে আমি মিসর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করেছিলাম, সেই দিনে আমার জন্য তাদেরকে পবিত্র করেছিলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 মানুষ অথবা পশু, ইস্রায়েলের সমস্ত প্রথমজাত পুরুষ আমার। মিশরে যখন আমি সমস্ত প্রথমজাত প্রাণীকে নিধন করি, আমি তাদের নিজের জন্য স্বতন্ত্র করে রেখেছিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 কেননা মনুষ্য হউক কিম্বা পশু হউক, ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাত আমার; যে দিবসে আমি মিসর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করিয়াছিলাম, সেই দিবসে আপনার নিমিত্তে তাহাদিগকে পবিত্র করিয়াছিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 ইস্রায়েলের প্রত্যেক পুংলিঙ্গধারী প্রথমজাত আমার। সেটি মানুষ হোক্ অথবা পশু, তাতে কিছু যায় আসে না, সেটি আমারই। কারণ যেদিন আমি মিশরের সমস্ত প্রথমজাত পুত্র এবং পশুদের হত্যা করেছিলাম, আমি আমার জন্য প্রথমজাত পুত্রদের বাছাই করেছিলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 মানুষ কিংবা পশু উভয়েই, ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত আমার; যে দিনের আমি মিশর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করেছিলাম, সেই দিনের নিজের জন্য তাদেরকে পবিত্র করেছিলাম।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 8:17
18 ক্রস রেফারেন্স  

ইসরায়েলী সমাজের প্রত্যেকটি জ্যেষ্ঠ সন্তান, প্রত্যেকটি প্রথমজাত সন্তানকে আমার উদ্দেশে উৎসর্গ করতে হবে। মানুষের হোক বা পশুরই হোক, প্রত্যেকটি প্রথম সন্তান আমার।


কারণ প্রভুর বিধানে লেখা আছে, প্রত্যেক প্রথমজাত পুত্রসন্তানকে প্রভুর উদ্দেশে উৎসর্গ করতে হবে এবং


তিনি আপন পরিকল্পনা অনুযায়ী সত্য বাক্‌দ্বারা আমাদের সৃষ্টি করেছেন, যেন আমরাই তার সৃষ্টির প্রথম ফসলরূপে গণ্য হতে পারি।


বিশ্বাসে নির্ভর করে তিনি ‘তারণোৎসব’ পালন করলেন এবং রক্ত সিঞ্চন করলেন যেন সংহারক দূত ইসরায়েলীদের জ্যেষ্ঠ সন্তানদের স্পর্শ না করেন।


তাহলে ঈশ্বরের পুত্রকে যে চরম অগ্রাহ্য করেছে তার দশা কি হবে? যাঁর রক্তে ঈশ্বরের সঙ্গে তার সম্বন্ধ স্থাপিত হয়েছে, যাঁর দ্বারা সে পবিত্রীকৃত হয়এছে, সেই রক্ত যে তুচ্ছ করেছে এবং ঈশ্বরের অনুগ্রহদায়ী আত্মার অবমাননা যে করেছে তার দণ্ড আরও কতই না বেশী কঠোর হবে।


তাদের জন্য আমি তোমার কাছে আত্মোৎসর্গ করছি যেন তারাও প্রকৃতই তোমার কাছে আত্মনিবেদন করে।


তাহলে কেন তোমরা আমার বিরুদ্ধে ঈশ্বর নিন্দার অভিযোগ আনছ-পিতা পবিত্র উদ্দেশ্য সাধনের জন্যই আমাকে উৎসর্গ করে পাঠিয়েছেন এই জগতে, আর তাই আমি বলছি, ‘আমি ঈশ্বরের পুত্র'-এইজন্যই কি?


এছাড়াও সাব্বাথ দিনকে আমাদের মধ্যে সম্পাদিত চুক্তির প্রতীকরূপে স্থির করলাম, আমি প্রভু পরমেশ্বর তাদের শুচি করেছি, এ কথা তাদের স্মরণ করিয়ে দিতে।


তিনিই মিশর দেশে মনুষ্য ও পশুকুলের প্রথম সন্তানদের বিনাশ করেছিলেন।


তিনি নিধন করলেন সমস্ত মিশরী পরিবারের প্রথমজাত পুত্র সন্তানদের, নিধন করলেন তাদের শক্তির প্রথম ফল।


মিশরের সমস্ত প্রথমজাত সন্তানকে, হাম-বংশের জনপদে আঘাত করলেন তিনি।


প্রথম গর্ভের সকল সন্তান আমার। মিশরে যেদিন আমি প্রথম গর্ভের সন্তানকে সংহার করেছিলাম, সেইদিন ইসরায়েলকুলের মানুষ ও পশুর প্রথম গর্ভের সকল সন্তানকে আমি নিজের জন্য পৃথক করেছি, তারা হবে আমার। কারণ আমিই প্রভু পরমেশ্বর।


প্রথমজাত পশুশাবকসমূহ বিধান অনুযায়ী প্রভু পরমেশ্বরের অধিকারস্বরূপ হওয়ার কেউ সেগুলিকে তাঁর উদ্দেশে দান করতে পারবে না। মেষ বা বৃষ যাই হোক না কেন সেটি প্রভু পরমেশ্বরের।


সম্মিলন শিবির ও বেদীটিকে আমি পবিত্র করব। হারোণ ও তার পুত্রদের আমি আমার পৌরোহিত্যের কাজে নিয়োগ করব।


সেই দিন মধ্যরাত্রে প্রভু পরমেশ্বর মিশররাজ ফারাও-এর সিংহাসনের উত্তরাধিকারী তাঁর জ্যেষ্ঠপুত্র থেকে আরম্ভ করে কারাগারের কয়েদীর জ্যেষ্ঠ সন্তান পর্যন্ত মিশরের সমস্ত প্রথমজাত সন্তানকে সংহার করলেন। প্রথমজাত পশুগুলিও মারা গেল।


আমি ইসরায়েলীদের প্রথম সন্তানদের পরিবর্তে লেবীয়দের গ্রহণ করেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন