Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 8:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তারপর লেবীয়েরা ঐ গোবৎস দুটির মাথায় হস্তাপর্ণ করবে এবং তুমি লেবীয়দের প্রায়শ্চিত্তের জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি গোবৎস প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 পরে লেবীয়েরা ঐ দু’টি ষাঁড়ের মাথায় হাত রাখবে আর তুমি লেবীয়দের জন্য কাফ্‌ফারা করতে মাবুদের উদ্দেশে একটি ষাঁড় গুনাহ্‌-কোরবানী হিসেবে এবং অন্যটি পোড়ানো-কোরবানী হিসেবে কোরবানী করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 “লেবীয়েরা ওই এঁড়ে বাছুরের উপর হাত রাখার পর, সদাপ্রভুর উদ্দেশে তাদের একটি পাপার্থক বলিরূপে, অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে, যেন লেবীয়দের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 পরে লেবীয়েরা ঐ দুই গোবৎসের মস্তকে হস্তার্পণ করিবে, আর তুমি লেবীয়দের নিমিত্তে প্রায়শ্চিত্ত করণার্থে সদাপ্রভুর উদ্দেশে একটী গোবৎস পাপার্থক বলিরূপে, এবং অন্যটী হোমার্থক বলিরূপে উৎসর্গ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 “এরপর লেবীয়রা ষাঁড়ের মাথায় হাত রাখবে, তার মধ্যে একটি ষাঁড় পাপার্থক বলি হিসাবে এবং অন্যটি হোমবলি হিসাবে প্রভুর কাছে উৎসর্গ করার জন্য ব্যবহার করা হবে। এইসব উৎসর্গ লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের পবিত্র করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 পরে লেবীয়েরা ঐ দুটি বলদের মাথায় হাত রাখবে, আর তুমি লেবীয়দের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য আমার উদ্দেশ্যে একটি বলদ পাপার্থক বলি হিসাবে এবং অন্য বলদটি হোমার্থক বলি হিসাবে উৎসর্গ করবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 8:12
25 ক্রস রেফারেন্স  

তারপর সম্মিলন শিবিরের সম্মুখে তুমি বৃষটিকে নিয়ে আসবে, তারা তখন সেটির মাথায় হাত রাখবে


বস্তুতঃ বিধান অনুসারে সব কিছুই রক্ত দ্বারা শুচি করতে হয় এবং রক্ত ব্যতিরেকে পাপ মোচন হয় না।


তারপর মোশি প্রায়শ্চিত্ত বলির গোবৎসটি আনলেন। হারোণ ও তাঁর পুত্রেরা সেই প্রায়শ্চিত্ত বলির গোবৎসের মাথায় হাত রাখলেন।


তারপর হোমের জন্য নির্দিষ্ট বলির পশুর মাথায় সে হাত রাখবে, তাহলে সেই বলি তার পক্ষে প্রায়শ্চিত্তস্বরূপ গ্রাহ্য হবে।


তারপর তারা একটি গোবৎস এবং সেই সঙ্গে তেলের ময়ান দেওয়া মিহি ময়দার ভোগ নিয়ে আসবে এবং তুমি প্রায়শ্চিত্ত বলির জন্য আর একটি গোবৎস নেবে।


পুরোহিত প্রভু পরমেশ্বরের সম্মুখে এই সমস্ত দ্রব্য উপস্থিত করবে এবং তার জন্য প্রায়শ্চিত্ত বলি ও হোম নিবেদন করবে।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে সে নিম্নলিখিত অর্ঘ্য নিবেদন করবে: হোমের জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষ, প্রায়শ্চিত্তের জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষী এবং স্বস্ত্যয়নের জন্য নিখুঁত একটি মেষ ও


হারোণ জীবিত ছাগটির মাথায় দুহাত রেখে ইসরায়েলীদের কৃত সমস্ত অপরাধ, অধর্ম ও তাদের সর্ববিধ পাপ স্বীকার করে ঐ ছাগের মস্তকে অর্পণ করবে এবং ছাগটিকে নিয়ে যাবার জন্য নিযুক্ত লোকের দ্বারা সেটিকে বিজন প্রান্তরে পাঠিয়ে দেবে।


হারোণ নিজের প্রায়শ্চিত্ত বলির গোবৎসটি এনে নিজের এবং নিজ বংশের জন্য প্রায়শ্চিত্ত করবে। নিজের পাপস্খালনের জন্য সে ঐ গোবৎসটিকে বলিরূপে উৎসর্গ করবে।


হারোণ নিজের জন্য প্রায়শ্চিত্ত বলিস্বরূপ একটি গোবৎস এনে নিজের এবং নিজ বংশের জন্য প্রায়শ্চিত্ত করবে।


এবং নিজের সামর্থ্য অনুযায়ী একজোড়া ঘুঘু কিম্বা পায়রা নিয়ে আসবে। তার একটি হবে প্রায়শ্চিত্ত বলি এবং অন্যটি হবে হোমবলি।


মোশি হারোণকে বললেন, তুমি বেদীর কাছে গিয়ে তোমার প্রায়শ্চিত্তের বলি ও হোমবলি উৎসর্গ করে নিজের ও জনতার জন্য প্রায়শ্চিত্ত কর। জনতা উৎসর্গের জন্য যে সামগ্রী এনেছে তা নিবেদন করে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর। প্রভু পরমেশ্বর এই নির্দেশই দিয়েছেন।


তোমাদের প্রায়শ্চিত্ত ও শুচিকরণের জন্য আজকের এই অনুষ্টানের নির্দেশ প্রভু পরমেশ্বরই দিয়েছেন।


তারপর তিনি হোমবলির মেষটি নিয়ে এলেন। হারোণ ও তাঁর পুত্রেরা সেটির মাথায় হাত রাখলেন।


সে যদি মেষী বা ছাগী আনতে সমর্থ না হয় তাহলে পাপের জন্য তাকে এক জোড়া ঘুঘু কিম্বা এক জোড়া পায়রা প্রায়শ্চিত্ত বলির জন্য প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত করতে হবে। এর একটি প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করতে হবে।


পরে স্বস্ত্যয়ন বলির মেষশাবকের মেদ যে ভাবে পৃথক করা হয় সেইভাবে পুরোহিত সেটির সমস্ত মেদ পৃথক করে নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত ভক্ষ্য নৈবেদ্যের উপরে রেখে হোমানলে আহুতি দেবে। পুরোহিত এইভাবে তার পাপের প্রায়শ্চিত্ত করলে তার পাপ ক্ষমা করা হবে।


এর ক্রিয়াকর্ম প্রায়শ্চিত্ত বলির গোবৎসের ব্যাপারের ক্রিয়াকর্মের অনুরূপ হবে। পুরোহিত এইভাবে জনতার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহলে তাদের পাপ ক্ষমা করা হবে।


সে ঐ গোবৎসটিকে সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে যাবে এবং প্রভুর সম্মুখে সেটার মাথায় হাত রেখে হনন করবে।


এবং জনমণ্ডলীর নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে সেই গোবৎসের মাথায় হাত রেখে সেটিকে হনন করবে।


তারপর তুমি লেবীয়দের প্রভু পরমেশ্বরের উদ্দেশে বিশেষ নৈবেদ্যস্বরূপ উৎসর্গ করবে এবং হারোণ ও তার পুত্রদের অধীনে তাদের নিযুক্ত করবে।


মোশি সেটিকে হনন করলেন ও তার রক্ত আঙুলে নিয়ে বেদীর চারিদিকে ও বেদীর শৃঙ্গে লাগিয়ে বেদীকে শুদ্ধ করলেন এবং বেদীমূলে অবশিষ্ট রক্ত ঢেলে দিলেন। এইভাবে প্রায়শ্চিত্ত করে তিনি সেটিকে শুদ্ধ করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন