Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 6:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 প্রভু পরমেশ্বরের উদ্দেশে ব্রত পালনের জন্য সে আবার নিজেকে উৎসর্গ করবে। প্রায়শ্চিত্ত বলির জন্য তাকে একটি এক বছর বয়সের মেষশাবক উৎসর্গ করতে হবে। এভাবে অশুচি হওয়ার দরুণ তার আগেকার ব্রত পালনের দিনগুলি বিফল হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আবার সে তার পৃথক্‌ থাকবার দিনগুলোতে মাবুদের উদ্দেশে পৃথক থাকবে এবং দোষ-কোরবানী হিসেবে এক বছরের একটি ভেড়ার বাচ্চা আনবে। আর তার পৃথক হয়ে থাকবার দিনগুলো নাপাক হওয়াতে তার পূর্বগত সমস্ত দিন নিরর্থক হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 স্বতন্ত্র থাকা পূর্ণ পর্যায়ে সে অবশ্যই সদাপ্রভুর নিকট উৎসর্গ করবে এবং তার অপরাধের নৈবেদ্যস্বরূপ একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক নিয়ে আসবে। পূর্বকালীন দিন সমূহ আর গণিত হবে না কারণ তার পৃথকস্থিতির সময় সে অশুচি হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আবার সে আপনার পৃথক্‌স্থিতির কালে সদাপ্রভুর উদ্দেশে পৃথক্‌ থাকিবে; এবং দোষার্থক বলিরূপে একবর্ষীয় এক মেষবৎস আনিবে। আর তাহার পৃথক্‌স্থিতি অশুচি হওয়াতে তাহার পূর্ব্বগত দিন সকল নিরর্থক হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 এর অর্থ হল, সেই ব্যক্তি আবার আলাদা থেকে ঈশ্বরের কাছে নিজেকে অবশ্যই সমর্পণ করবে। অবশ্যই সে একটি এক বছর বয়স্ক পুরুষ মেষ নিয়ে আসবে। এবং এই মেষ দোষার্থক বলি হিসাবে উৎসর্গ করবে। তার পৃথক থাকার প্রথম পর্যায়কে গণনা করা হবে না। সে নতুন করে পৃথক থাকতে শুরু করবে। এটা অবশ্যই করতে হবে কারণ সে তার প্রথম পৃথক থাকার সময় একটি মৃতদেহ স্পর্শ করায় অশুচি হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 সে নিজে আলাদা থাকার দিন সদাপ্রভুর উদ্দেশ্যে পুনরায় নিজেকে উত্সর্গ করবে এবং দোষার্থক বলি হিসাবে এক বছরের একটি ভেড়ার বাচ্চা আনবে। আর তার আলাদা থাকার দিন অশুচি হওয়ার জন্য তার আগের দিন গুলি গণ্য হবে না।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 6:12
12 ক্রস রেফারেন্স  

পাপ কাজের জন্য তাকে নিজের পশুপাল থেকে একটি মেষী বা ছাগী এনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলির জন্য আনতে হবে। তার পাপের জন্য পুরোহিত তার পক্ষে এই বলি উৎসর্গ করবে।


আমাদের পরিশ্রমের ফলে যে সম্পদ তোমরা লাভ করেছ, সাবধান, সেই সম্পদ তোমরা নষ্ট করে ফেলো না বরং পূর্ণমাত্রায় তার পুরস্কার লাভ কর।


কারণ যে ব্যক্তি সমস্ত বিধান পালন করেও কেবলমাত্র একটি পালনে ব্যর্থ হয় তাহলে সে সমগ্র বিশ্বাস লঙ্ঘনের দায়ে দোষী।


কিন্তু যে ব্যক্তি শেষ পর্যন্ত স্থির থাকবে সে পরিত্রাণ পাবে।


কিন্তু যীশু তাঁকে বললেন, এখন এ রকম হওয়াই সঙ্গত। কারণ এভাবেই ঈশ্বরের বিধান আমাদের পালন করতে হবে। যোহন তখন সম্মত হলেন।


কিন্তু যদি একজন সৎব্যক্তি সৎকর্ম পরিহার করে মন্দ ও জঘন্য অনাচারে লিপ্ত হয়, সে কি জীবনলাভ করবে? না। তার কোন সৎকর্মই এক্ষেত্রে বিবেচনা করা হবে না। তার অবিশ্বস্ততা ও পাপের ফল সে পাবেই তার মৃত্যু হবে।


পুরোহিত অপরাধ মোচনের বলির মেষশাবকটি এবং উল্লিখিত এক লোগ পরিমাণ তেল নিয়ে আরতি করে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।


পশুটি নিখুঁত এবং এক বছর বয়সের পুংশাবক হওয়া চাই। মেষ কিংবা ছাগ শাবকের যে কোন একটি হলেই চলবে।


সে যদি মেষী বা ছাগী আনতে সমর্থ না হয় তাহলে পাপের জন্য তাকে এক জোড়া ঘুঘু কিম্বা এক জোড়া পায়রা প্রায়শ্চিত্ত বলির জন্য প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত করতে হবে। এর একটি প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করতে হবে।


পুরোহিত তার একটিকে প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটিকে হোমবলিরূপে উৎসর্গ করে তার মৃতদেহের সংস্পর্শজনিত দোষের জন্য প্রায়শ্চিত্ত করবে। সেই দিন সে আবার তার মাথার চুল উৎসর্গ করবে।


ব্রত পালনের কাল সম্পূর্ণ হওয়ার পর নাজিরী ব্রতধারীদের জন্য বিধি হবে এই: তাকে সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে যেতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন