Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 4:33 - পবিএ বাইবেল CL Bible (BSI)

33 এই হবে সম্মিলন শিবিরে মরারি গোষ্ঠীর লোকদের কাজ এবং পুরোহিত হারোণের পুত্র ইথামরের অধীনে তারা কাজ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

33 জমায়েত-তাঁবুতে এই মরারি সন্তানদের গোষ্ঠীগুলোর সমস্ত সেবাকর্ম সম্পর্কিত কাজ; এটি ইমাম হারুনের পুত্র ঈথামরের হাতে থাকবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

33 সমাগম তাঁবু সম্পর্কিত কাজ করার সময় মরারি গোষ্ঠীর করণীয় কর্তব্য এই। তারা যাজক হারোণের ছেলে ঈথামরের নির্দেশে এই সমস্ত কাজ করবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

33 সমাগম-তাম্বুতে ইহা মরারি-সন্তানদের গোষ্ঠীদের সমস্ত সেবাকর্ম্ম সম্বন্ধীয় কার্য্য; ইহা হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তগত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

33 সমাগম তাঁবুর কাজে সেবা করার জন্যেই মরারি পরিবারের লোকদের এইসব কাজ করতে হবে। যাজক হারোণের পুত্র ঈথামরের নির্দেশ অনুসারে এই কাজগুলি তারা করবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

33 এগুলি মরারি গোষ্ঠীর সন্তানদের সেবা কাজ; সমাগম তাঁবুতে তারা যা কাজ করবে সেগুলি হারোণ যাজকের ছেলে ঈথামরের নির্দেশ অনুযায়ী হবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 4:33
7 ক্রস রেফারেন্স  

এই কাজগুলিই হবে সম্মিলন শিবিরে গের্শোন গোষ্ঠীর লোকদের করণীয় এবং পুরোহিত হারোণের পুত্র ইথামরের তত্ত্বাবধানে তাদের কাজকর্ম পরিচালিত হবে।


এমন একদিন আসবে, যে দিন একটি গোষ্ঠীর লোকেরা তাদের মধ্যে কোন একজনকে বেছে নিয়ে বলবে, তোমার পরার জন্য অন্ততঃ একটা পোষাক আছে। সুতরাং এই দুর্দিনে তুমি আমাদের নেতা হও।


তারপর তিনি পুরোহিতদের বললেন, তোমরা চুক্তি সিন্দুকটি তুলে নিয়ে জনতার আগে আগে চল। তখন তারা সেই মত কাজ করল।


প্রাঙ্গণের চারিদিকের খুঁটি, সেগুলির খাপ, খোঁটা, দড়িদড়া এবং সেগুলির আনুষঙ্গিক সাজসরঞ্জাম। তোমরা তাদের প্রত্যেকের নামে নির্দিষ্ট বোঝা বওয়ার ভার দেবে।


মোশি, হারোণ ও জনমণ্ডলীর নেতৃবৃন্দ কহাৎ, গের্শোন ও মরারি গোষ্ঠীর লোকদের পরিবার ও পিতৃকুল অনুসারে গণনা করলেন। ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সের যতজন পুরুষ সম্মিলন শিবিরে পরিচর্যার কাজ করতে পারে, তাদের সংখ্যা তাঁরা গণনা করলেন। কহাৎ, গের্শোন ও মরারি গোষ্ঠীর পরিবার অনুযায়ী তালিকাভুক্ত লোকের সংখ্যা হল এই: গোষ্ঠী সংখ্যা কোহাৎ 2,750 গের্শোন 2,630 মরারি 3,200 সর্বমোট 8,580


দশ অনুশাসন সংবলিত পাষাণ ফলক যেখানে রাখা হয়েছিল, সেই শিবিরের নির্মাণকার্যে ব্যবহৃত ধাতু দ্রব্যাদির পরিমাণ এই: মোশির নির্দেশে পুরোহিত হারোণের পুত্র ইথামরের তত্ত্বাবধানে লেবীয়েরা এই দ্রব্যসামগ্রীর পরিমাপ করেছিল।


মরারি গোষ্ঠীর লোকদের কাজ অনুযায়ী তিনি তাদের জন্য চারটি গাড়ি ও আটটি বলদ পুরোহিত হারোণের পুত্র ইথামরের কতৃত্বাধীনে দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন