Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 4:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 দীপ জ্বালানোর তেল, সুগন্ধি ধূপ, নিত্যনৈমিত্তিক ভোগ এবং অভিষেকের তেল ইত্যাদির তত্ত্বাবধান, প্রভু পরমেশ্বরের শিবির এবং তার ভিতরকার সবকিছুর - পবিত্র স্থান এবং সেখানকার সমস্ত দ্রব্যাদির তত্ত্বাবধানের দায়িত্ব থাকবে হারোণের পুত্র পুরোহিত ইলিয়াসরের উপর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আর প্রদীপের জন্য তেল ও ধূপের জন্য সুগন্ধি দ্রব্য, প্রতিদিনের শস্য-উৎসর্গ ও অভিষেকের তেলের তত্ত্বাবধান, সমস্ত শরীয়ত-তাঁবু এবং যা কিছু তার মধ্যে আছে, পবিত্র স্থান ও তার দ্রব্যগুলোর তত্ত্বাবধান করা হারুনের পুত্র ইমাম ইলিয়াসরের কাজ হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 “যাজক হারোণের ছেলে ইলীয়াসর, দীপ্তির জন্য তেলের, সুগন্ধি ধূপ, নিয়মিত শস্য-নৈবেদ্য ও অভিষেকের তেলের দায়িত্ব নেবে। সে সমস্ত পবিত্র আসবাব ও জিনিসপত্র সমাগম তাঁবু ও তার ভিতরের সমস্ত বিষয়ের তত্ত্বাবধায়ক হবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আর দীপার্থক তৈল ও ধূপার্থক সুগন্ধি দ্রব্য, নিত্য ভক্ষ্য-নৈবেদ্য ও অভিষেকার্থ তৈলের তত্ত্বাবধান, সমস্ত আবাস এবং যে কিছু তাহার মধ্যে আছে, পবিত্র স্থান ও তাহার দ্রব্য সকলের তত্ত্বাবধান করা হারোণের পুত্র ইলীয়াসর যাজকের কার্য্য হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 “যাজক হারোণের পুত্র ইলীয়াসর, পবিত্র তাঁবুর দায়িত্বে থাকবে। সেই পবিত্র স্থান এবং সেখানকার সকল জিনিসপত্রের দায়িত্ব তার। বাতি জ্বালাবার জন্য প্রয়োজনীয় তেল, ধূপধূনো, দৈনন্দিন উৎসর্গীকৃত জিনিসপত্র এবং অভিষেকের তেলের দায়িত্বেও সে থাকবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 দীপের তেল ও ধূপের জন্য সুগন্ধি দ্রব্য, নিত্য ভক্ষ্য নৈবেদ্য ও অভিষেকের তেলের দেখাশোনা করা, সমস্ত সমাগম তাঁবু এবং যা কিছু তার মধ্যে আছে, পবিত্রস্থান ও তার সমস্ত দ্রব্যের দেখাশোনা করা হারোণের ছেলে ইলীয়াসর যাজকের কাজ হবে।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 4:16
20 ক্রস রেফারেন্স  

প্রদীপের তেল, অভিষেকের তেল, সুগন্ধি ধূপের জন্য গন্ধ দ্রব্য,


তুমি ইসরায়েলীদের এই নির্দেশ দাও, তারা যেন প্রদীপের জন্য জলপাই থেকে বিশুদ্ধ তেল তৈরী করে আনে। ঐ তেলে সর্বক্ষণ প্রদীপ জ্বালানো হবে।


তোমরা ছিল পথভ্রান্ত মেষের মত, কিন্তু যিনি আমাদের জীবনের রক্ষক ও প্রতিপালক, সেই মেষপালকের কাছে এখন তোমরা ফিরে এসেছ।


ঈশ্বরের যে মেষপাল তোমাদের তত্ত্বাবধানে আছে, তাদের পালন কর। বাধ্য হয়ে নয়, কিন্তু স্বেচ্ছায়, ঈশ্বর যেভাবে চান সেইভাবে। কোন স্বার্থসিদ্ধির জন্য নয়, কিন্তু আগ্রহভরে এই কাজ কর।


কিন্তু খ্রীষ্ট ঈশ্বরের পুত্ররূপে ঈশ্বরের গৃহের কর্তা। আমরা যদি তাঁর উপর পূর্ণ আস্থা রাখতে পারি এবং নির্ভয়ে সুনিশ্চিত আশার লক্ষ্যে স্থির থাকতে পারি, তাহলে আমরা তাঁর গৃহের পরিজন হব।


তোমরা যারা ঈশ্বরের পরিবারভুক্ত, বন্ধুগণ, তোমরা স্বর্গীয় আহ্বান পেয়েছ, সুতরাং যীশুর কথা বিবেচনা কর। তাঁকেই আমরা প্রেরিতপুরুষ ও প্রধান পুরোহিত বলে স্বীকার করি।


কারণ ঈশ্বর যেমন এক, তেমনি ঈশ্বর এবং মানুষের মধ্যে একজন মানুষই মিলন ঘটান। স্বয়ং খ্রীষ্ট যীশুই সেই মানুষ।


খ্রীষ্টের সেবক এবং ঐশ্বরিক নিগূঢ়তত্ত্বের ধারক ও বাহক হিসাবে তোমরা আমাদের বিবেচনা কর।


তোমরা নিজেরা সতর্ক থেকো এবং প্রভুর মণ্ডলীর পালক হিসাবে পবিত্র রাত্মা যাদের ভার তোমাদের হাতে দিয়েছেন, তাদের প্রতি সজাগ দৃষ্টি রেখ। কারণ এই মণ্ডলীকে প্রবু নিজেই তাঁরর রক্তমূল্যে আপন করে নিয়েছেন।


প্রভুর আত্মা আমার উপরে অধিষ্ঠিত, কারণ দীনজনের কাছে সুসমাচার প্রচারের জন্য তিনি আমাকে অভিষিক্ত করেছেন, নিয়োগ করেছেন আমায় বন্দীদের মুক্তির বাণী ঘোষণা করতে আর অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিতে।


পুরোহিত হারোণের পুত্র ইলিয়াসর লেবি বংশের অধ্যক্ষদের কর্তারূপে পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের উপরে নিযুক্ত ছিলেন।


অভিষেকের দিন হারোণ ও তার পুত্রেরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই নৈবেদ্য উৎসর্গ করবে: নিত্যনৈমিত্তিক ভক্ষ্য নৈবেদ্যস্বরূপ এক এফার দশ ভাগের এক ভাগ ময়দার অর্ধেক পরিমাণ সকালে ও বাকী অর্ধেক সন্ধ্যায়।


তারপর তিনি গন্ধদ্রব্য প্রস্তুতকারকদের পদ্ধতি অনুযায়ী অভিষেকের পবিত্র তেল ও সুগন্ধি ধূপ প্রস্তুত করলেন।


অভিষেকের তেল ও পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপ ইত্যাদি সব কিছু আমার নির্দেশ অনুযায়ী তুমি তৈরী করবে।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,


প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে আরও বললেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন