Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 4:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 এইভাবে শিবির তুলে যাত্রা করার সময় হারোণ ও তার পুত্রেরা পবিত্র স্থান এবং সেখানকার সাজসরঞ্জাম আসবাবপত্রাদি ঢেকে দেওয়ার পর গোষ্ঠীর লোকেরা সেগুলি বয়ে নিয়ে যাওয়ার জন্য যাবে। কিন্তু তারা কোন পবিত্র বস্তু স্পর্শ করবে না, তাহলে তাদের মৃত্যু হবে। সম্মিলন শিবিরের উক্ত দ্রব্যগুলি বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কোহাৎ গোষ্ঠীর উপরে থাকবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 এভাবে শিবিরের অগ্রসর হবার সময়ে হারুন ও তার পুত্ররা পবিত্র স্থান ও পবিত্র স্থানের সমস্ত পাত্রের আচ্ছাদন সমাপ্ত করার পর কহাতীয়রা তা বহন করতে আসবে; কিন্তু তারা পবিত্র বস্তু স্পর্শ করবে না, পাছে তাদের মৃত্যু হয়। এসব জমায়েত-তাঁবুতে কহাতীয়দের বহনীয় হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 “হারোণ ও তার ছেলেরা সমস্ত পবিত্র আসবাব ও পবিত্র দ্রব্যসমূহ আবৃত করার পর, যখন ছাউনি যাবার উদ্দেশে অগ্রসর হবে, তখন কেবল কহাতীয়েরা বহন করার জন্য এগিয়ে আসবে। তারা কিন্তু পবিত্র দ্রব্যসকল স্পর্শ করবে না, নইলে মৃত্যুবরণ করবে। কহাতীয়েরা সমাগম তাঁবুর মধ্যে স্থিত দ্রব্যসকল বহন করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 এইরূপে শিবিরের অগ্রসর হইবার সময়ে হারোণ ও তাহার পুত্রগণ পবিত্র স্থান ও পবিত্র স্থানের সমস্ত পাত্রের আচ্ছাদন সাঙ্গ করিলে পর কহাতের সন্তানগণ তাহা বহন করিতে আসিবে; কিন্তু তাহারা পবিত্র বস্তু স্পর্শ করিবে না, পাছে তাহাদের মৃত্যু হয়। এই সকল সমাগম-তাম্বুতে কহাতের সন্তানগণের বহনীয় হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 “হারোণ এবং তার পুত্ররা পবিত্র স্থানের জিনিসপত্র ঢেকে দেওয়ার কাজ সম্পূর্ণ করবে। এরপর কহাৎ‌ পরিবারের লোকরা ভিতরে যেতে পারবে এবং ঐ সব জিনিসপুত্র বহনের কাজ শুরু করবে। এইভাবে তারা পবিত্র স্থান স্পর্শ করবে না এবং তাদের মৃত্যু হবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 এই ভাবে শিবিরের এগিয়ে যাবার দিনের হারোণ ও তার ছেলেরা পবিত্রস্থান ও পবিত্রস্থানের সমস্ত পাত্রে ঢাকা দেওয়া শেষ করার পর কহাতের সন্তানরা তা বহন করতে আসবে; কিন্তু তারা পবিত্র বস্তু স্পর্শ করবে না, পাছে তাদের মৃত্যু হয়। সমাগম তাঁবুতে এইসব কিছু বয়ে নিয়ে যাওয়াই কহাতের সন্তানদের কাজ হবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 4:15
26 ক্রস রেফারেন্স  

কিন্ত কোহাৎ গোষ্ঠীর লোকদের জন্য তিনি কিছুই দিলেন না, কারণ পবিত্র দ্রব্যসামগ্রী রক্ষণাবেক্ষণের ভার তাদের উপর ন্যস্ত ছিল, সেগুলি তারা কাঁধে করেই বয়ে নিয়ে যেত।


মোশি তখন এই বিধান লিপিবদ্ধ করলেন এবং লেবি বংশীয় পুরোহিত, যারা চুক্তি সিন্দুক বহন করত, তাদের ও ইসরায়েলীদের প্রবীণ নেতৃবৃন্দের হাতে দিলেন।


তারপরে যাত্রা করল পবিত্র দ্রব্যসামগ্রীর বাহক কোহাৎ বংশের লোকজন। এরা গন্তব্য স্থানে উপস্থিত হওয়ার আগে শিবির স্থাপন করা হল।


তারপর নির্দেশ দিলেন, একমাত্র লেবীয়রাই এই চুক্তি সিন্দুক বহন করবে। কারণ প্রভু পরমেশ্বর চিরকাল এই চুক্তি সিন্দুক বহন করার জন্য এবং তাঁর সেবা করার জন্য তাদেরই মনোনীত করেছেন।


পরে প্রভু পরমেশ্বর বেৎ-শেমেশের অধিবাসীদের মধ্যে কিছু লোককে আঘাত করলেন, কারণ তারা প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটির ভিতরে দৃষ্টিপাত করেছিল। তারা সংখ্যায় ছিল সত্তর জন। ফলে সমস্ত লোক শোকে অভিভূত হল কারণ প্রভু পরমেশ্বরের প্রচণ্ড আঘাতে তাদের সংহার করেছিলেন।


মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর যেমন নির্দেশ দিয়েছিলেন, সেইমত লেবীয়রা দণ্ডের উপর চুক্তি সিন্দুকটি রেখে কাঁধে করে বয়ে নিয়ে এলেন।


বাহকেরা চুক্তিসিন্দুক নিয়ে ছয় পা এগোতেই দাউদ তাদের সেখানে থামিয়ে একটি বৃষ ও একটি হৃষ্টপুষ্ট বাছুর প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান করলেন।


মোশি যিহোশূয়কে যে সব নির্দেশ দিয়েছিলেন এবং প্রভু পরমেশ্বরও যিহোশূয়কে যে সব কথা ইসরায়েলীদের কাছে বলবার জন্য নির্দেশ দিয়েছিলেন তা পূর্ণ না হওয়া পর্যন্ত সিন্দুকবাহী যাজকেরা জর্ডনের মাঝখানে দাঁড়িয়ে রইল, আর লোকেরা খুব তাড়াতাড়ি নদী পার হয়ে গেল।


সম্মিলন শিবিরের সম্মুখে পূর্ব দিকে মোশি, হারোণ ও তাঁর পুত্রগণ ছাউনি ফেলতেন। পবিত্র স্থানে ইসরায়েলীদের জন্য করণীয় সমস্ত অনুষ্ঠান পালনের দায়িত্ব তাঁদের উপর ন্যস্ত ছিল। অন্য কেউ এই কাজে হস্তক্ষেপ করলে তার প্রাণদণ্ড হত।


যাত্রা করার সময় লেবীয়রাই শিবির তুলবে এবং স্থাপন করার সময় তারাই আবার স্থাপন করবে। অন্য কেউ শিবিরের কাছে গেলে তার প্রাণদণ্ড হবে।


পর্বতের চারিধারে তুমি একটি সীমা নির্ধারণ করে সকলকে সাবধান করে দেবে যেন কেউ সেই সীমা পার হয়ে পাহাড়ে না ওঠে বা তার ধারে কাছেও না যায়। যে পাহাড় স্পর্শ করবে তার মৃত্যুদণ্ড হবে।


বেদীটি বয়ে নিয়ে যাওয়ার সময় ঐ ডাণ্ডাগুলি বেদীর দুই পাশের আঙটায় মধ্যে ঢুকিয়ে দেবে।


ঐ ধূপ সে প্রভু পরমেশ্বরের সম্মুখে আগুনে আহুতি দেবে। তাহলে প্রভু পরমেশ্বরের বিধান সংবলিত চুক্তি সিন্দুকের উপরের আবরণটি ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন হবে। ফলে তার মৃত্যু হবে না।


কিন্তু প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক যে শিবিরে থাকে তার সকল আসবাবপত্র এবং তৎসংক্রান্ত সমস্ত বিষয়ের তত্ত্বাবধানের জন্য লেবীয়দের নিযুক্ত করবে। তারা ঐ শিবির এবং তার সমস্ত সাজসরঞ্জাম বহন করবে ও রক্ষণাবেক্ষণ করবে। সেই শিবিরের চারিধারে তারা নিজেদের ছাউনি ফেলবে।


তার উপরে তারা বেদীর ক্রিয়াকর্মে ব্যবহার্য সকল পাত্র, ছাইদান, ত্রিশূল, হাতা, ডাবর ইতাদি রাখবে এবং শুশুকের চামড়ার আচ্ছাদন দিয়ে সেগুলি ঢাকবে এবং বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডাগুলি পরিয়ে দেবে।


তারা যখন মহাপবিত্র বস্তুসমূহের সান্নিধ্যে যাবে, তখন তারা যাতে বাঁচে, মারা না যায় তার জন্য তোমরা এই ব্যবস্থা করবে: হারোণ ও তার পুত্রেরা শিবিরের ভিতরে গিয়ে তাদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ ও বোঝা বওয়ার দায়িত্ব স্থির করে দেবে।


তারা যেন এক মুহূর্তের জন্যও পবিত্র বস্তুসমূহ দেখতে শিবিরের ভিতরে না যায়, গেলে তাদের মৃত্যু অবধারিত।


তারা তোমার নির্দেশ পালনের জন্য প্রস্তুত থাকবে এবং শিবিরের অন্যান্য করণীয় কাজ করবে। কিন্তু তারা পবিত্র স্থানের তৈজসপত্রের কাছে কিম্বা বেদীর কাছে যাবে না, তাহলে তারা এবং সেইসঙ্গে তুমিও মারা পড়বে।


তাঁদের সঙ্গে সাদোক ও লেবীয়রাও এলেন। তাঁরা চুক্তি সিন্দুক বয়ে আনছিলেন। যতক্ষণ না সমস্ত লোক শহর থেকে বেরিয়ে গেল ততক্ষণ তাঁরা সিন্দুকটিকে একটি জায়গায় নামিয়ে রাখলেন এবং পুরোহিত অবিয়াথরও তাঁদের সঙ্গে ছিলেন।


কাজেই লেবীয়দের আর পরমেশ্বরের আবাস তাম্বু ও উপাসনার জিনিসপত্র বয়ে বেড়াতে হবে না।


প্রভু তাঁকে বললেন, তুমি গিয়ে লোকদের সাবধান করে দাও যেন তারা আমাকে দেখার জন্য সীমানা পার হয়ে কাছে না আসে, তাহলে তারা মারা পড়বে।


তখন পুরোহিতেরা চুক্তি সিন্দুকটি তুলে


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন