Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 35:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 কেউ কাউকে খুন করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেই খুনীর প্রাণদণ্ড হবে। কিন্তু কোন লোকের বিরুদ্ধে শুধু একজনের সাক্ষ্যে তার প্রাণদণ্ড হবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 যে ব্যক্তি কোন লোককে হত্যা করে, সেই নরহন্তা সাক্ষীদের কথায় হত হবে; কিন্তু কোন লোকের বিরুদ্ধে একমাত্র সাক্ষীর সাক্ষ্য প্রাণদণ্ডের জন্য গ্রাহ্য হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 “ ‘কোনও ব্যক্তি, অন্য কোনো ব্যক্তিকে হত্যা করলে, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যদানের ভিত্তিতে, হত্যাকারী হিসেবে তাকে বধ করতে হবে। কিন্তু শুধুমাত্র একজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 যে ব্যক্তি কোন লোককে বধ করে, সেই নরহন্তা সাক্ষীদের কথায় হত হইবে; কিন্তু কোন লোকের প্রতিকূলে একমাত্র সাক্ষীর সাক্ষ্য প্রাণদণ্ডার্থে গ্রাহ্য হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 “যদি সেখানে কয়েকজন সাক্ষী থাকে তাহলেই একজন হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া উচিৎ‌। শুধুমাত্র একজন সাক্ষী থাকলে কোনো ব্যক্তিকেই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 যে ব্যক্তি কোন লোককে হত্যা করে, সেই নরহত্যাকারী সাক্ষীদের কথায় হত হবে; কিন্তু কোন লোকের বিরুদ্ধে একমাত্র সাক্ষীর সাক্ষ্য প্রাণদণ্ডের জন্য গ্রহণ করা হবে না।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 35:30
14 ক্রস রেফারেন্স  

মোশির বিধান যে লঙ্ঘন করে, দুই কিম্বা তিনজন সাক্ষীর কথায় নির্দয় মৃত্যুদণ্ডে সে দণ্ডিত হয়।


কিন্তু যদি না শোনে তবে আরও দু'একজনকে সঙ্গে নিয়ে যাও, যেন দুজন বা তিনজনের সাক্ষাতে সব ব্যাপারের নিষ্পত্তি হয়ে যায়।


কেউ কোন অপরাধ বা পাপ করলে তার বিরুদ্ধে শুধুমাত্র একজনের সাক্ষ্য গ্রাহ্য হবে না। দুই কিম্বা তিন জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে তার বিচার নিষ্পত্তি করতে হবে।


আমি তৃতীয়বার তোমাদের কাছে যাচ্ছি। ‘দুই কিম্বা তিনজন সাক্ষীর কথায় প্রত্যেকটি অভিযোগের নিষ্পত্তি হবে’।


দুই তিনজন সাক্ষীর সমর্থন ছাড়া মণ্ডলীর কোন প্রাচীনের বিরুদ্ধে কারও কোন অভিযোগ শুনবে না।


এই সময় আমি আমার দুজন সাক্ষীকে এক হাজার দুশো ষাট দিন ধরে দৈববাণ ঈ বলার ক্ষমতা দেব। তাদের পরণে থাকবে চট।”


কোনও ব্যক্তির সম্বন্ধে আসল ঘটনা না জেনে এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদ না করে দণ্ডদান কি আমাদের অনুশাসন সম্মত?


লৌহনির্মিত অস্ত্র দ্বারা যদি কেউ কোন লোককে আঘাত করে এবং তার ফলে সে যদি মারা যায়, তা হলে সে হবে হত্যাকারী। সেই হত্যাকারীর অবশ্যই প্রাণদণ্ড হবে।


কারও আঘাতের ফলে কেউ যদি মারা যায়, তবে সেই ব্যক্তির অবশ্যই মৃত্যুদণ্ড হবে।


নরহত্যা করলে তার অবশ্যই প্রাণদণ্ড হবে।


প্রাণদণ্ডের যোগ্য হত্যাকারীর জন্য তোমরা কোন মুক্তিপণ গ্রহণ করবে না। তার প্রাণদণ্ড অবশ্যই হবে।


‘কেউ যদি গোপনে কাউকে হত্য করে, সে অভিশপ্ত,’ জনতা বলবে ‘আমেন’।—


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন