গণনা পুস্তক 35:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)23 কিম্বা অসাবধানে কোন মারাত্মক প্রস্তর খণ্ড কারও উপর পড়ে এবং তার ফলে তার মৃত্যু হয়, অথচ সেই ব্যক্তি যদি তার শত্রু আ অনিষ্টকারী না হয়, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 কিংবা যা দ্বারা মরতে পারে, এমন পাথর যদি কারো উপরে যদি না দেখে ফেলে, আর তাতেই যদি তার মৃত্যু হয়, অথচ সে তার দুশমন বা অনিষ্টচেষ্টাকারী ছিল না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 অথবা তার প্রতি লক্ষ্য না করে যদি কোনো ভারী পাথর তার ওপর নিক্ষেপ করে যার দ্বারা মৃত্যু হতে পারে এবং সে মারা যায়, তাহলে যেহেতু সে তার শত্রু ছিল না এবং তার ক্ষতিসাধন করার কোনো মনোবাসনা সেই ব্যক্তির ছিল না অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 কিম্বা যাহা দ্বারা মরিতে পারে, এমন প্রস্তর কাহারও উপরে না দেখিয়া ফেলে, আর তাহাতেই সে মরে, অথচ সে তাহার শত্রু বা অনিষ্টচেষ্টাকারী ছিল না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 অথবা যার দ্বারা মারা যায় এমন কোন পাথর না দেখে কারোর উপরে ফেলে এবং সেই পাথরখণ্ডটির আঘাতে যদি ব্যক্তিটি খুন হয় অথচ সেই ব্যক্তি কাউকে হত্যা করার জন্য পরিকল্পনা করে নি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 কিংবা যেটা দিয়ে মারা যেতে পারে, এমন পাথর কারও উপরে না দেখে ফেলে, আর তাতেই সে মারা যায়, অথচ সে তার শত্রু বা ক্ষতি চাওয়ার লোক ছিল না; অধ্যায় দেখুন |