Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 34:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 হোর পর্বত থেকে হমাত-এর প্রবেশ পথ পর্যন্ত এবং সেখান থেকে সদাদ পর্যন্ত বিস্তৃত হবে তোমাদের সীমানা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 হোর পর্বত থেকে হমাতের প্রবেশস্থান লক্ষ্য করবে। সেখান থেকে সেই সীমা সদাদ পর্যন্ত বিস্তৃত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 এবং হোর পর্বত থেকে লেবো-হমাৎ পর্যন্ত সরলরেখা বরাবর হবে। তারপর সীমানা সদাদ পর্যন্ত গিয়ে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 হোর পর্ব্বত হইতে হমাতের প্রবেশস্থান লক্ষ্য করিবে। তথা হইতে সেই সীমা সদাদ পর্য্যন্ত বিস্তৃত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 হোর পর্বত থেকে এটি লেবো হমাত পর্যন্ত যাবে এবং তারপরে সদাদ পর্যন্ত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 হোর পর্বত থেকে হমাতের প্রবেশস্থান লক্ষ্য করবে। সেখান থেকে সেই সীমানা সদাদ পর্যন্ত ছড়িয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 34:8
12 ক্রস রেফারেন্স  

তাঁরা তখন সীন প্রান্তর থেকে হমাত-এর গিরিসঙ্কটে রহোব পর্যন্ত সমগ্র দেশ পর্যবেক্ষণ করলেন।


তিনি উত্তরে হামাথ গিরিপথ থেকে দক্ষিণে মরুসাগর পর্যন্ত সমস্ত এলাকা পুনরাধিকার করেন। গাৎ-হেফের নিবাসী অমিত্তয়ের পুত্র নবী যোনার মাধ্যমে ইসরায়েলের প্রভু পরমেশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এইভাবে তা সফল হয়েছিল।


কিন্তু ব্যাবিলনীয় সৈন্যেরা তাঁদের পিছনে তাড়া করে যেরিকোর সমভূমিতে রাজা সিদিকিয়কে ধরে ফেলল। তারপর তাকে নিয়ে গেল রাজা নেবুকাডনেজারের কাছে। তিনি তখন হমাৎ অঞ্চলের রিব্লা শহরে ছিলেন। রাজা নেবুকাডনেজার রাজা সিদিকিয়কে দণ্ড দিলেন।


হামাথের রাজা তোয়ি যখন শুনলেন যে দাউদ হদ্‌দেষরের সৈন্যবাহিনীকে পরাস্ত করেছেন,


সেখান থেকে সিফ্রোণ হয়ে হাৎসর-এনানে গিয়ে শেষ হবে সেই সীমানা।। এ-ই হবে তোমাদের উত্তর সীমান্ত।


তারপর শলোমন এবং সমস্ত ইসরায়েলী প্রজা সাতদিন ধরে মন্দিরে ‘আশ্রয় পর্ব’ পালন করলেন। উত্তরে হামাথ গিরিপথ থেকে শুরু করে দক্ষিণে মিশর সীমান্ত থেকে অগণিত ইসরায়েলী জনতা এই পর্বে যোগ দিয়েছিল।


কল্‌নো এবং কর্কমীশের শহর নগর, হমাত এবং অর্পদের শহর-নগর আমি জয় করেছি।


আর্কদী, জেমারী এবং হমাতীদের পূর্বপুরুষ।


দাউদ তখন কিরিয়াৎ-জিয়ারিম থেকে পরমেশ্বরের চুক্তি সিন্দুক আনার জন্য দক্ষিণে মিশর সীমান্ত থেকে উত্তরে হমাৎ গিরিপথ পর্যন্ত সারা দেশের ইসরায়েলীদের একত্র করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন