Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 34:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 আর তোমরা প্রতেক গোষ্ঠী থেকে নেতৃস্থানীয় একজনকে দেশ বন্টনের জন্য সঙ্গে নেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 আর তোমরা প্রত্যেক বংশ থেকে একেক জন নেতাকে দেশ ভাগ করার জন্য গ্রহণ করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 আবার প্রত্যেক গোষ্ঠী থেকে ভূমি বিভাগের জন্য এক একজন নেতাকে সাহায্যকারী নিয়োগ করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর তোমরা প্রত্যেক বংশ হইতে এক এক জন অধ্যক্ষকে দেশ বিভাগ করণার্থে গ্রহণ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 সমস্ত পরিবারগোষ্ঠীর নেতারা। সেখানে প্রত্যেক পরিবারগোষ্ঠী থেকে একজন করে নেতা থাকবেন। ঐ সমস্ত লোকরা দেশ ভাগ করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তোমরা প্রত্যেক বংশ থেকে একজন করে নেতাকে দেশ ভাগ করার জন্য গ্রহণ করবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 34:18
6 ক্রস রেফারেন্স  

তোমাদের স্বত্বাধিকারের জন্য যারা দেশ বন্টন করবে তাদের নাম যথাক্রমে এই: পুরোহিত ইলিয়াসর এবং নুনের পুত্র যিহোশূয়।


প্রভু পরমেশ্বরের মনোনীত ব্যক্তিদের নাম যথাক্রমে এই: গোষ্ঠী গোষ্ঠীপতি যিহুদা যিফুন্নির পুত্র কালেব শিমিয়োন অম্মীহুদের পুত্র শমূয়েল বিন্যামীন কিশলোনের পুত্র ইলীদদ দান যগলির পুত্র বুক্কি মনঃশি এফোদের পুত্র হন্নীয়েল ইফ্রয়িম শিপ্তনের পুত্র কমূয়েল সবুলূন পর্ণকের পুত্র ইলীষাফণ ইষাখর অসসনের পুত্র পলটিয়েল আশের শলোমির পুত্র অহীহূদ নপ্তালি অম্মীহূদের পুত্র পদহেল


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,


কনান দেশে ইসরায়েলীদের স্বত্বাধিকার বন্টন করে দেওয়ার জন্য প্রভু পরমেশ্বর উল্লিখিত ব্যক্তিদের নিযুক্ত করেছিলেন।


শীলোতে সম্মিলন শিবিরের দ্বারে বসে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে পুরোহিত ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং গোষ্ঠীপ্রধানেরা পাশার দান ফেলে ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর জন্য এলাকা নির্ধারণ করে দিয়েছিলেন। এই ভাবেই তাঁরা কনান দেশ বন্টনের কাজ সমাধা করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন