Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 34:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তোমাদের পূর্বদিকের সীমানা হাৎসর এনান থেকে শফাম পর্যন্ত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 পূর্ব সীমার জন্য তোমরা হৎসর-ঐনন থেকে শফাম লক্ষ্য করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তোমাদের পূর্ব প্রান্তের সীমানার জন্য হৎসর-ঐনন থেকে শফাম পর্যন্ত সরলরেখা বরাবর হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর পূর্ব্ব সীমার নিমিত্ত তোমরা হৎসর-ঐনন হইতে শফাম লক্ষ্য করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তোমাদের পূর্ব সীমান্ত শুরু হবে হৎসর-ঐননে এবং এটি শফাম পর্যন্ত যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তখন পূর্ব সীমানার জন্য তোমরা হৎসর ঐনন থেকে শফাম লক্ষ্য করবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 34:10
5 ক্রস রেফারেন্স  

সেখান থেকে সিফ্রোণ হয়ে হাৎসর-এনানে গিয়ে শেষ হবে সেই সীমানা।। এ-ই হবে তোমাদের উত্তর সীমান্ত।


তারপর শফাম থেকে ঐনের পূর্বদিক দিয়ে সেই সীমারেখা রিবলা পর্যন্ত নেমে যাবে এবং কিন্নেরৎ হ্রদের তীর পর্যন্ত বিস্তৃত হবে।


এদের পূর্ব সীমান্ত মরুসাগরের তীরে জর্ডনের মোহনা পর্যন্ত বিস্তৃত ছিল। উত্তর দিকের সীমানা জর্ডনের মোহনায় সাগরের বাঁক থেকে শুরু করে


দামাস্কাস ও হাউরন এলাকার মধ্যবর্তী একটি স্থান থেকে দেশের পূর্ব সীমান্তের আরম্ভ। সেখান থেকে এই সীমা চলে গেছে দক্ষিণে জর্ডন নদী পর্যন্ত। এই নদী পশ্চিমে ইসরায়েল দেশ ও পূর্বে গিলিয়দের মাঝখানে মরুসাগর এলাকার তামার পর্যন্ত সীমানা তৈরী করে দিয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন