Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 33:53 - পবিএ বাইবেল CL Bible (BSI)

53 তোমরা সেই দেশ দখল করে সেখানে বসবাস করবে, কারণ উত্তরাধিকার স্বরূপ সে দেশ আমি তোমাদের দিয়েছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

53 তোমরা সেই দেশ অধিকার করে তার মধ্যে বাস করবে; কেননা আমি অধিকার হিসেবে সেই দেশ তোমাদেরকে দিয়েছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

53 দেশ দখল করে তার মধ্যে উপনিবেশ স্থাপন করবে, কারণ আমি ওই দেশ তোমাদের অধিকারের জন্য দিয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

53 তোমরা সেই দেশ অধিকার করিয়া তাহার মধ্যে বাস করিবে; কেননা আমি অধিকারার্থে সেই দেশ তোমাদিগকে দিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

53 তোমরা সেই জায়গা অধিকার করে সেখানেই স্থায়ীভাবে বসবাস করবে, কারণ আমিই সেই জায়গাটি তোমাদের দিচ্ছি। এই জায়গাটি কেবলমাত্র তোমাদের গোষ্ঠীগুলির হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

53 তোমরা সেই দেশ অধিকার করে তার মধ্যে বাস করবে; কারণ আমি অধিকারের জন্য সেই দেশ তোমাদেরকে দিয়েছি।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 33:53
16 ক্রস রেফারেন্স  

তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে দেশ দেবেন, জর্ডন পার হয়ে সেই দেশে তোমাদের যেতে হবে।সেই দেশ অধিকার করে তোমরা সেখানে বসবাস করবে,


ইসরায়েলীদের পূর্বপুরুষদের কাছে প্রভু পরমেশ্বর যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দেশে তিনি ইসরায়েলীদের দিলেন এবং তারা সে দেশ অধিকার করে সেখানে বসতি স্থাপন করল।


পরাৎপর ঈশ্বর যখন জাতিবৃন্দের উত্তরাধিকার স্বরূপ ভূমি বন্টন করলেন, মানব সন্তানদের যখন পৃথক করলেন তিনিতখন ঈশ্বরের সন্তানদের সংখ্যানুপাতে তিনি প্রত্যেক জাতির দেশের সীমানা করলেন নির্দিষ্ট।


আমার অর্থ ইচ্ছামত ব্যয় করার অধিকার কি আমার নেই? না, আমি উদার লোক বলে তোমার অর্ন্তজ্বালা হচ্ছে?


মানুষের সমাজ থেকে তোমাকে বহিস্কৃত করা হবে, তুমি জন্তুজানোয়ারের সঙ্গে দিন কাটাবে। সাত বছর বলদের মত ঘাস খাবে। তবেই তুমি বুঝবে যে জগতের সব রাজ্য ও ক্ষমতা সর্বাধিপতি প্রভু পরমেশ্বরেরই। তিনি যাকে চান তারই হাতে তুলে দেন কর্তৃত্বভার।


মানুষের সমাজ থেকে আপনাকে দূর করে দেওয়া হবে। পশুদের সঙ্গে আপনাকে বসবাস করতে হবে। সাত বছর আপনাকে বলদের মত ঘাস খেয়ে থাকতে হবে, খোলা মাঠে শুয়ে শিশিরে ভিজতে হবে। তখন আপনি মানতে বাধ্য হবেন যে সর্বাধিপতি প্রভু পরমেশ্বরই জগতের সমস্ত রাজ্যের প্রকৃত অধিপতি। তিনি যাকে চান তারই হাতে তুলে দেন কর্তৃত্বভার।


সতর্ক প্রহরায় রত স্বর্গদূতদের এই সিদ্ধান্ত। অতএব প্রত্যেক মানুষ এই কথা জেনে রাখুক যে পৃথিবীর সব রাজ্য ও শাসনক্ষমতা সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কর্তৃত্বাধীন। তিনি যাকে ভাল মনে করেন তার উপর এই সবের কর্তৃত্বভার অর্পণ করেন—সে ব্যক্তি যত নগণ্যই হোক না কেন।


স্বর্গ একমাত্র প্রভু পরমেশ্বরেরই আবাস, কিন্তু মানবসন্তানদের তিনি দিলেন এই পৃথিবীর অধিকার।


তোমরা হয়তো মনে মনে বলবে, এই সব জাতি আমাদের চেয়ে শক্তিমান, আমরা কেমন করে এদের অধিকারচ্যুত করব?


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেবেন, তোমরা সেই দেশ অধিকার করে বসবাস করার পর হয়তো বলবে, আমাদের আশেপাশে অন্যান্য জাতি যারা রয়েছে তাদের মত আমরাও নিজেদের জন্য একজন রাজা বরণ করব,


তোমাদের আরাধ্য ঈশ্বর তোমাদের সম্মুখ থেকে তাদের দূর করবেন, তোমাদের দৃষ্টিসীমা থেকে তাদের বিতাড়িত করবেন। তার ফলে তোমাদের প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের দেশ তোমরা দখল করতে পারবে।


প্রভু পরমেশ্বর অব্রামকে বললেন, আমিই সেই প্রভু পরমেশ্বর, যিনি তোমাকে এই দেশের অধিকার দেওয়ার জন্য কলদীয়দের উর নগর থেকে তোমাকে বের করে এনেছেন।


সেই সময় আমি তোমাদের এই বলে নির্দেশ দিয়েছিলাম: তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই দেশের স্বত্বাধিকার তোমাদের দিয়েছেন। তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে সমর্থ তারা সকলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তোমাদের জ্ঞাতি ইসরায়েলীদের পুরোভাগে নদী পার হয়ে যাবে।


তুমি দৃঢ় হও, সাহস সঞ্চয় কর, কারণ এদের পিতৃপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি, তোমার মাধ্যমেই সেই দেশের অধিকার এরা লাভ করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন